Science & Information Technology > Internet Technology
ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের শীর্ষে ভারত
(1/1)
maruppharm:
ফেসবুকে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে ভারতে। ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, ফেসবুকের মোট অ্যাকাউন্টের মধ্যে ১৪ কোটি ৩০ লাখ অ্যাকাউন্ট ভুয়া। এসব ভুয়া অ্যাকাউন্টের বেশির ভাগই ভারত ও তুরস্কের মতো উন্নয়নশীল দেশগুলোর ব্যবহারকারীরা তৈরি করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) ফেসবুকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ ফেসবুকে ১১৯ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে যার মধ্যে ৭.৯ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া। এসব ভুয়া অ্যাকাউন্ট উন্নত দেশগুলোর চেয়ে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে বেশি করে তৈরি করা হচ্ছে।
Navigation
[0] Message Index
Go to full version