Science & Information Technology > Internet Technology

অনলাইনে অধিকাংশ ব্যবহারকারীই নতুন অ্যাকাউন্টে নারাজ

(1/1)

maruppharm:
জিমেইল, ইয়াহু আর ফেসবুকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন বলে নতুন করে অন্য কোনো সাইটের জন্য আর অ্যাকাউন্ট খুলতে রাজি নন অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী। এখন অনেকেই চাইছেন, তাঁদের বিদ্যমান অ্যাকাউন্ট দিয়েই যদি অন্যান্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার ঝামেলা এড়াতে।

অনলাইনের ক্রেতারা চান, একটি সাইট বা অ্যাপ্লিকেশন যত ব্যবহারকারী সম্পর্কে জানবে, তত তার অভিজ্ঞতা ভালো হবে। বারবার নতুন অ্যাকাউন্ট খোলার চেয়ে একটি অ্যাকাউন্ট দিয়ে অন্যান্য সাইট বা অ্যাপ্লিকেশনের কাজ সারা গেলে ভালো। বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, গুগল প্লাস ও টুইটার ব্যবহার করেই থার্ড পার্টির সাইট ও অ্যাপে লগইন করছেন অনলাইন ব্যবহারকারীরা।

সোশাল লগইন সেবাদাতা গিগইয়া নামের একটি সাইটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে অন্য সাইটে লগইন করার ক্ষেত্রে এগিয়ে আছে ফেসবুক। ৫১ শতাংশ সাইটে অ্যাকাউন্ট খোলার চেয়ে ফেসবুকের সাহায্যে লগইন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এরপর রয়েছে গুগল প্লাস ও ইয়াহু। ২৬ শতাংশ গুগল প্লাস ও ১৮ শতাংশ ইয়াহু অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করা হচ্ছে। টুইটারের ক্ষেত্রে এই হার মাত্র ৪ শতাংশ।

Navigation

[0] Message Index

Go to full version