কৃত্রিম রক্ত

Author Topic: কৃত্রিম রক্ত  (Read 1011 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
কৃত্রিম রক্ত
« on: November 04, 2013, 12:48:03 PM »
রক্তের ঘাটতি পূরণ এবং সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে কৃত্রিম রক্ত উৎপাদনের জন্য বিজ্ঞানীরা অনেক দিন ধরেই চেষ্টা করছেন। রুমানিয়ার একদল গবেষক এবার ইঁদুরের ওপর কৃত্রিম রক্তের একটি প্রক্রিয়া চালিয়ে সাফল্য অর্জনের দাবি করছেন। ক্লুজ-নাপোকা শহরে অবস্থিত বাবস-বোলায়ি বিশ্ববিদ্যালয়ের গবেষক রাদু সিলাঘি-দুমিত্রেস্কু ওই গবেষণায় নেতৃত্ব দেন। তাঁরা কৃত্রিম রক্ত তৈরিতে ব্যবহার করেন সামুদ্রিক পোকামাকড়ের শরীর থেকে সংগৃহীত হেমারথাইরিন নামের এক ধরনের প্রোটিন। আগে রাসায়নিক ও যান্ত্রিক চাপ সামলানোর উপযোগী প্রোটিনের অভাবে বিজ্ঞানীরা কৃত্রিম রক্ত উৎপাদনে ব্যর্থ হয়েছিলেন। দুমিত্রেস্কুর পরীক্ষায় ব্যবহূত রক্তে ইঁদুরের জটিলতামুক্ত ছিল। ওয়াশিংটন টাইমস।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy