Science & Information Technology > Internet Technology
পিপীলিকার নতুন যা কিছু
(1/1)
maruppharm:
পিপীলিকার পরিচিতি হচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন যা বাংলা ও ইংরেজি ভাষায় সার্চ ফল দেখাতে পারে। এটি আমাদের বাংলা সার্চ ইঞ্জিন নামেও পরিচিতি পেয়েছিল। পিপীলিকা সার্চ ইঞ্জিন আনুষ্ঠানিকভাবে চলতি বছরের শুরুতে যাত্রা শুরু করেছে। সম্প্রতি এই সার্চ ইঞ্জিনে নতুন বেশ কিছু ফিচার যুক্ত করেছেন এর নির্মাতারা।
গ্রামীণফোন আইটি-এর সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছে এ সার্চ ইঞ্জিনটি। নির্মাতাদের দাবি, পিপীলিকা পৃথিবীর প্রথম বাংলা সার্চ ইঞ্জিন।
পিপীলিকা সার্চ ইঞ্জিনের নির্মাতারা জানিয়েছে, বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকায় নতুন করে এতে যুক্ত হয়েছে বেশ কিছু ফিচার যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে -‘শীর্ষ খবর’।
পিপীলিকার এই সার্ভিসটির মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রের খবর পড়ার সুবিধা পাবেন ব্যবহারকারী। সার্চ ইঞ্জিনের এ ফিচারটিতে বিভিন্ন পত্রিকার খবর সময় ও গুরুত্বের ভিত্তিতে সাজানো থাকবে। এ ছাড়া সার্ভিসটির মাধ্যমে একই খবর বিভিন্ন পত্রিকায় কীভাবে এসেছে তাও জানা যাবে। পাশাপাশি রয়েছে আবহাওয়া বার্তা, যার মাধ্যমে পরবর্তী কয়েকদিনের আবহাওয়া পূর্বাভাস পাওয়া যাবে।
জিপিআইটির পক্ষ জানানো হয়েছে, পিপীলিকার আরেকটি নতুন ফিচার হচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার ফটোগ্রাফি সমাজ ‘থ্রু দ্য লেন্স’-এর তোলা প্রকৃতির ছবি। বাংলাদেশের সৌন্দর্যকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের সকল নবীন আলোকচিত্রীদের ছবি অনুপ্রাণিত করার লক্ষ্যেই পিপীলিকার এই আয়োজন।
নির্মাতারা জানিয়েছেন, বাংলা সার্চ পিপীলিকা ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আসছে শিগগিরই। এ সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা কমিকস পড়তে পারবেন। সার্চ ইঞ্জিন থেকে রেডিও শুনতে পারবেন এমনকি বিভিন্ন বিনোদনের ফিচার পাবেন।
জিপিআইটি জানিয়েছে, পিপীলিকা ব্যবহারকারীরা যাতে সার্চ ইঞ্জিনে তাঁদের প্রয়োজনীয় সব সুবিধা পেতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় বিষয়গুলোর সমন্বয় করার কাজ চলছে।
পিপীলিকা প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল জানিয়েছেন ‘পিপীলিকা যাত্রা শুরু করেছে সার্চ ইঞ্জিন হিসেবে। আমরা স্বপ্ন দেখি পিপীলিকাকে বাংলাদেশি সকল ইন্টারনেট ব্যবহারকারীর হোম সাইট হিসেবে পরিচিতি দিতে। সেই লক্ষ্যে নতুন নিউজ পোর্টালটি আমাদের প্রথম পদক্ষেপ।’
Kanij Nahar Deepa:
we hope so...
Navigation
[0] Message Index
Go to full version