Career Development Centre (CDC) > Career Jokes

Awesome Jokes

(1/2) > >>

ariful892:
এক আন্তর্জাতিক সম্মেলনে...

ভারতীয়ঃ আমাদের দেশের শিক্ষা বাবস্থা এখন এতই উন্নত যে স্কুল থেকে পাস করা মাত্র এক জন ছাত্রের কাজ খুজতে কোন অসুবিধাই হয় না... :)

ফরাসীঃ তোরা দেখি এখনও অনেক পিছিয়ে... আমাদের দেশের যে কোন স্কুল থেকে পাস করার ৩/৪ মাস আগে থেকেই এক জন ছাত্রের কাজ খুজতে কোন অসুবিধাই হয় না... :)

আমেরিকানঃ আমাদের দেশে স্কুল লাগে না... আমাদের দেশে যদি এক জন মূর্খ লোককে টেক্সাস থেকে হোয়াইট হাউসে পাঠিয়ে দাও দেখা যাবে দেশের অর্ধেক লোক কাজ খুজতেছে... :)

ariful892:
ছোটবেলার কাহিনী

১ম বন্ধু : জানিস, আমি ছোটবেলায় একবার পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম।
২য় বন্ধু : বলিস কি! তারপর? তারপর কী হলো? তুই কি মরে গিয়েছিলি?
১ম বন্ধু : কী জানি! ছোটবেলার কাহিনী কি আর এখন মনে আছে?

=================================================

রক্ত পরীক্ষা

একবার এক রোগী হাসপাতালে গিয়ে দেখে যে, তার মতো আরেক রোগী বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।

দেখে তো সে অবাক, তাকে জিজ্ঞেস করল কি হইছে তোমার কান্দ ক্যান?

১ম জন কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি আইছিলাম রক্ত পরীক্ষা করাইতে, হেরা জোর কইরা আমার আঙ্গুল ফুটা কইরা দিছে।

শুনে তো ২য় জন জোরে জোরে কাঁদতে আরম্ভ করল।

১ম জন অবাক!! আরে ভাই আঙ্গুল কাটছেতো আমার, তুমি কান্দ ক্যান??

২য় জন ভয়ে ভয়ে: আমি তো পরছাব পরীক্ষা করাইতে আইছি, তাইলে কি হেরা আমার ……. ভ্যাঁ…….অ্যাঁ…………….

ariful892:
রাগারাগি রোগ

এক দিন এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলল, “ডাক্তার সাব, আমার একটা অদ্ভুদ রোগ হয়েছে।”

ডাক্তার বললেন, “কি রকম ? ”

রোগী বলল, “আমি অল্পতেই রেগে যাই। গালাগালি করি”

ডাক্তার বলল, “ব্যাপারটা একটু খুলে বলুন তো।”

রোগী বলল, “হারামজাদা, কয়বার খুলে বলব!!!”

=======================================

ব্যাথা তো কমছে না

এক সহজ সরল লোক রাস্তার ধারে একটি ইটে মলম লাগাচ্ছে ­­
পথচারীঃ কি ব্যাপার! ইটে মলম লাগাচ্ছ কেন?
সরল লোকঃ ডাক্তার সাব বলেছে আমি যেখানে ব্যাথা পাইছি সেইখানে এই মলমটা মাখতে । আমি এই ইটটাতেই ব্যাথা পাইছিলাম, তাই মলমটা মাখাচ্ছি। ………কিন্তু ব্যাথা তো কমছে না!
=======================================

গরুটা কোথায়

এক লোকের গরু হারিয়ে গেছে- কোথাও সে খুজেঁ পাচ্ছেনা,
খুজঁতে খুজঁতে ক্লান্ত হয়ে পার্কের এক কোনায় এসে বিশ্রাম করছে।
পার্কের অপর এক কোণে বসে ‘কপত কপতি আলাপ আলোচনায় বিভোর,

কপত কপতিকে বলছে – আমি তোমার চোখে চোখ রাখলে পুরো প‌ৃথিবীটাকেই দেখি।

এমন সময় পাশে বসে থাকা গরু হারানো লোকটি উঠে এসে বলে – আমি আমার গরুটা খুঁজে পাচ্ছিনা, ভাই দয়া করে ওনার চোখে চোখ রেখে খুঁজে দেখে বলুন তো আমার গরুটা কোথায় আছে।

A.S. Rafi:
 :D had a good laughter!

proteeti:
 ;D ;D

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version