Health Tips > Skin
পা থাকবে সুন্দর, কোমল ও মসৃণ
(1/1)
chhanda:
আপনি যখন বাইরে থেকে আসবেন, তখন অবশ্যই পা ভাল করে ধুয়ে নেবেন। কারণ আপনি আপনার পা পরিষ্কার রাখলে পা থাকবে মসৃণ এবং জীবাণুমুক্ত। পা ভালভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে ময়শ্চারাইজার লাগান। দেখবেন, পায়ে আর কোন সমস্যাই থাকবে না। পা থাকবে সুন্দর, কোমল ও মসৃণ।
যখন বাসায় থাকবেন তখন কখনোই মেঝেতে খালি পায়ে হাঁটবেন না। শীতের রুক্ষ আবহাওয়া সহজেই খালি পা’কে আক্রান্ত করে এবং পা ফাটে খুব সহজেই। বিশেষ করে মার্বেল পাথরের মেঝেতে কখনোই খালি পায়ে হাঁটবেন না, সবসময় পায়ে স্লিপার পরবেন। খালি পায়ে মার্বেল পাথরের মেঝেতে হাঁটলে আপনাদের পায়ের ফাটা আরো বেড়ে যেতে পারে।
collected
Navigation
[0] Message Index
Go to full version