Science & Information Technology > Life Science

অকেজো উপগ্রহটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে

(1/1)

Alamgir240:
অকেজো উপগ্রহটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে

মহাকাশে পাঠানো একটি ইউরোপী উপগ্রহ অকেজো হয়ে আছে। আর এটি রবিবার রাতে অথবা সোমবার দিনের যেকোনো সময় বিধ্বস্ত হয়ে পৃথিবীতে আছড়ে পড়তে পারে ।

ইউরোপী মহাকাশ সংস্থা (ইএসএ)এমনই আশঙ্কার কথা জানিয়েছেন। উপগ্রহটির নাম জিওসিই। উপগ্রহটির ধ্বংসাবশেষে হতাহতের সম্ভাবনা কম বলে জানা গেছে। খবর: বার্তা সংস্থা এপি’র।

বিজ্ঞানীরা বলছেন, ১১০০ কিলোগ্রাম (২৪২৫ পাউন্ড) ওজনের ওই উপগ্রহটি ইতোমধ্যে ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) উচ্চাতায় এসে স্থিতিশীল হয়ে পৃথিবীর দিকে সর্পিল গতিতে ধাবিত হচ্ছে।

বলা হচ্ছে, ৮০ কিলোমিটার বা ৫০ মাইল উচ্চতায় আসার পর উপগ্রহটি পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ভেঙ্গে পড়বে এবং পাঁচ-চতুর্থাংশ জ্বলে ছাই হয়ে যাবে।

গত শুক্রবার ইএসএ বলেছে, ধ্বংস হওয়ার পর উপগ্রহটি ৯০ কিলোগ্রাম ওজন নিয়ে আছড়ে পড়তে পারে।

উল্লেখ্য, জিওসিই উপগ্রহটি ২০০৯ সালে উৎক্ষেপণ করা হয়। গত মাসে এর জ্বালানি শেষ হয়ে যায়।

 collected

Navigation

[0] Message Index

Go to full version