Health Tips > Salad

10 Benefits of Tomato

(1/1)

ariful892:
টমেটো খাওয়ার ১০টি উপকারিতা এখানে তুলে ধরা হলো:

১)    ত্বকের জন্য বিশেষভাবে উপকারী টমেটো। সৌন্দর্য সচেতন নারীরা অনেক সময় টমেটোকে ব্যবহার করেন দামী প্রসাধনীর বিকল্প হিসেবে।
২)    বিশেষ কয়েক ধরনের ক্যান্সার প্রতিরোধ করে। এর মধ্যে পাকস্থলী, কোলোরেক্টাল ও প্রোস্টেট ক্যান্সার অন্যতম।
৩)    মজবুত হাড় গঠনে সহায়তা করে টমেটো।
৪)    ধূমপান ছাড়তে সহায়ক ভূমিকা পালনের সঙ্গে সঙ্গে ধূমপানের কারণে শরীরে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতেও কার্যকরী এ সবজি।
৫)    টমেটো শরীরে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে করে।
৬)   হার্টের জন্যও ভালো টমেটো। কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ কমাতে সহায়ক এটি। তাই নিয়মিত টমেটো খেলে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও কমে আসবে।
৭)    চুল ও দাঁতের জন্য উপকারী এ সবজি।
৮)    কিডনিকে সুস্থ-সবল রাখতে ভূমিকা পালন করে টমেটো।
৯)    টমেটোতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে আরও উন্নত করে।
১০)  ডায়াবেটিসের জন্য টমেটো বেশ উপকারী। এ সবজি রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে।

Mishkatul Tamanna:
Thanks for sharing

Nujhat Anjum:
Thanks.

Navigation

[0] Message Index

Go to full version