Science & Information Technology > Internet Technology
ওয়েবে সবচেয়ে আলোচিত ‘টক্সিক পলিটিকস’
(1/1)
maruppharm:
চলতি বছর ইন্টারনেটে আলোচিত শব্দ ও বাক্যাংশের বেশির ভাগই ছিল ‘নেতিবাচক’। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটরের (জিএলএম) সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০১৩ সালে ওয়েবে আলোচিত বাক্যাংশ হচ্ছে ‘টক্সিক পলিটিকস’ যার বাংলা দাঁড়ায় বিষাক্ত রাজনীতি।
ব্লগ, সামাজিক যোগাযোগের মাধ্যম, নিউজ সাইট এবং বিশ্বজুড়ে সক্রিয় থাকা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবহূত শব্দ, বাক্যাংশ প্রভৃতি গবেষণা করে দেখেছে জিএলএম। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবে এ বছরের শীর্ষ শব্দ হিসেবে স্থান পেয়েছে ‘৪০৪’, ‘ফেল’, ‘হ্যাসট্যাগ’ প্রভৃতি। শীর্ষ ফ্রেজ বা বাক্যাংশ হিসেবে স্থান পেয়েছে ‘টক্সিক পলিটিকস’, ‘ফেডারেল শাটডাউন’, ‘গ্লোবাল ওয়ার্মিং’ প্রভৃতি।
এ বছর ওয়েবে শীর্ষ শব্দের তালিকায় এরর কোড ‘৪০৪’, ‘সার্ভিল্যান্স’ বা নজরদারি, ‘ড্রোন’ বা চালকবিহীন বিমান, ‘ক্লাউড’, ‘মিমি’, ‘ফোনি’ প্রভৃতি প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহূত শব্দগুলোর প্রাধান্য দেখা গেছে।
Navigation
[0] Message Index
Go to full version