Artificial ash - Cloud

Author Topic: Artificial ash - Cloud  (Read 917 times)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
Artificial ash - Cloud
« on: November 20, 2013, 11:43:00 AM »
একদল বিশেষজ্ঞ প্রথমবারের মতো কৃত্রিম ছাই-মেঘের মধ্য দিয়ে উড়োজাহাজ চালিয়েছেন। আগ্নেয়গিরির ছাই-মেঘের ভেতর দিয়ে যাত্রীবাহী বিমান নিরাপদে যেতে পারে কি না, তা পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের এয়ারলাইনস ইজিজেট ও ফরাসি উড়োজাহাজ নির্মাতাপ্রতিষ্ঠান এয়ারবাসের গবেষকেরা ওই উদ্যোগ নেন। ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি বিমান থেকে প্রায় এক টন ছাই ছড়িয়ে প্রায় ৬০০-৮০০ ফুট উঁচু এবং প্রায় তিন কিলোমিটার চওড়া মেঘ তৈরি করা হয়। পরে ওই ছাই-মেঘের ভেতর দিয়ে অন্য একটি ছোট উড়োজাহাজ সফলভাবে চালানো হয়। আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরিতে ২০১০ সালে অগ্ন্যুৎপাতের কারণে ইউরোপজুড়ে ছাই-মেঘ ছড়িয়ে পড়ায় বহু দেশে প্রায় ছয় দিন উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয়েছিল। তাই ভবিষ্যতে এ ধরনের সমস্যা মোকাবিলার কার্যকর কৌশল নির্ধারণের চেষ্টা চলছে। রয়টার্স।
« Last Edit: December 10, 2013, 09:00:49 PM by mustafiz »