Health Tips > Hair Loss / Hair Maintenance

Hair pack

(1/1)

chhanda:
মেথী বাটা, আমলকির রস, অল্প গ্লিসারিন, একটি ডিম ও টকদই সামান্য গরম পানিতে পেস্ট করে মাথায় লাগান এবং আধঘন্টা পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২ দিন করুন। চুল কে খুশকি মুক্ত ও ঝলমলে করতে এই প্যাকের বিকল্প নেই।


collected

Navigation

[0] Message Index

Go to full version