Health Tips > Skin

নিজেকে ফ্রেশ রাখুন

(1/1)

chhanda:
পাতিলেবুর রস, গোলাপ পাঁপড়ি ও পুদিনাপাতা একসঙ্গে পানিতে ফোটান। এরপরে ঠান্ডা হয়ে গেলে ডিপফ্রিজে রাখুন। পরে তুলোতে নিয়ে সারাশরীরে লাগান। এটা ঘামের দূর্গন্ধ প্রতিরোধ করে। পুদিনা ও গোলাপ এন্টিসেপটিক হিসেবে কাজ করে। এটা ত্বকের পক্ষে খুবই উপকারি।


collected

Navigation

[0] Message Index

Go to full version