IT Help Desk > IT Forum
First Smart Coat
(1/1)
ariful892:
পৃথিবীর প্রথম স্মার্টকোট তৈরি করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। স্মার্টফোন অ্যাপসের সাহায্যে এই কোট জানাতে পারবে আবহাওয়ার পূর্বাভাস। পানিনিরোধক এই পোশাকের বুকপকেটে থাকবে মুঠোফোন চার্জ দেওয়ার ব্যবস্থা। তবে এতে বাড়তি বোঝা থাকবে ভেবে অস্বস্তির কিছু নেই। নিউইয়র্কভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান মোটিফ আশ্বস্ত করে বলেছে, মুঠোফোন চার্জার কোটের বুকপকেটে এমনভাবে জুড়ে দেওয়া হবে যে বাইরে থেকে তা দেখা যাবে না। মোটিফের প্রতিষ্ঠাতা রাফায়েল বালবি বলেছেন, এ স্মার্টকোটের উন্নত রূপ তৈরির জন্য আরও গবেষণা চলছে। আশা করা যায়, আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ এটি বাজারে আসবে।
Navigation
[0] Message Index
Go to full version