মায়ের ধূমপান গর্ভস্থ সন্তানের মারাত্মক ক্ষতি করে

Author Topic: মায়ের ধূমপান গর্ভস্থ সন্তানের মারাত্মক ক্ষতি করে  (Read 1264 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
কিছুদিনের মধ্যে মা হতে যাচ্ছে এমন নারীদের জন্য ভয়ঙ্কর খবর হচ্ছে, ধূমপান গর্ভের শিশুর ডিএনএ পর্যায়ে ক্ষতির কারণ হয় এর ফলে জরায়ুর প্লাসেন্টা মারাত্মকভাবে অকার্যকর হয়ে শিশুর সর্বনাশ বয়ে আনতে পারে সাম্প্রতিক এক গবেষণায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর গবেষকরা ২৩৬টি প্লাসেন্টা পরীক্ষা করেন। সন্তান প্রসবের পর মায়েরা এসব প্লাসেন্টা গবেষণার জন্য 'ওটাগো প্লাসেন্টা স্টাডি'-কে দান করে।

এসব মায়েদের মধ্যে ৫২ জন গর্ভাবস্থার পুরো সময় ধূমপান করেছে। ৩৪ জন গর্ভধারণের চার সপ্তাহের মধ্যেই ধূমপান ছেড়ে দেন। বাকি ১৫০ জন ধূমপান করতেন না।

গবেষকরা লক্ষ্য করেন, ধূমপায়ী মায়েদের গর্ভস্থ শিশুর ওজন কম থেকেছে। এসব মায়ের গর্ভকালীন জটিলতার হার বেশি। তারা জেনেছেন, যত বেশি ধূমপান করা হয়েছে, প্লাসেন্টার ডিএনএ তত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সার্বিকভাবে সন্তান ও মা উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধূমপান গর্ভস্থ সন্তানের পুষ্টিগ্রহণের মেকানিজম ভেঙ্গে ফেলে। ফলে তার সফল হওয়ার পথ রুদ্ধ করে ফেলে।

৩৪ জন মায়ের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, সন্তান ভূমিষ্ট হওয়ার কমপক্ষে চার সপ্তাহ আগে ধূমপানে ছেড়ে দিলেও ডিএনএ ব্যবস্থা ক্ষতি থেকে রক্ষা পায় এবং প্রায় আগের সুস্থ অবস্থার পর্যায়ে ফিরে আসে।

বিজ্ঞানীদের দাবি, গর্ভের সন্তানকে ক্ষতি থেকে রক্ষা করতে ধূমপান ছাড়ার বিকল্প নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস।       


Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
Informative post. We should try to avoid smoking.

Offline farzanamili

  • Sr. Member
  • ****
  • Posts: 471
  • Word has power, use it wisely!
    • View Profile
not only smoking mother, smoking of father in the same room of pregnant mother also endangers the baby in womb! So expecting fathers should be cautious about it!
Mirza Farzana Iqbal Chowdhury
Senior Lecturer
Department of Law
Daffodil International University.