Faculties and Departments > Faculty Sections

এবার আইওএস এ চলে এল গুগল প্লে মিউজিক সার্ভিস

(1/1)

Fahmida Hossain:
বহুদন ধরেই আইওএস ব্যাবহারীরা গুগল প্লে মিউজিক সার্ভিসটির জন্যে অপেক্ষা করছিলেন।অ্যাপলের আইটিউনস এর থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী এই সার্ভিসটি মূলত ক্লাউড বেইজড, অর্থাৎ ব্যাবহারকারীরা তাঁদের গান ও অনান্য অডিও ফাইলগুলো গুগল প্লে মিউজিকে আপলোড করে অথবা প্লে স্টোর থেকে কিনে ক্লাউডেই রেখে সেটি স্ট্রিমিং এর মাদ্ধ্যমে যে কোন ৫ টি ডিভাইসে যে কোন সময় শুনতে পারবেন।
ব্যাবহারকারীরা ফ্রীতে ২০,০০০ টি গান আপলোড করে রাখতে পারবেন, আর নিজেস্ব প্লেলিস্ট গড়ে সেগুলো বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতেও পারবেন। স্ট্রিমিং সার্ভিসটির তিনটি কোয়ালিটি রয়েছে, ব্যাবহারকারীরা ইন্টারনেট স্পিডের সাথে খাপ খাইয়ে যেন সার্ভিসটি উপভেগ করতে পারেন।

প্রথম মাস ফ্রী হলেও পরবর্তীতে প্রতি মাসে ৯.৯৯ মার্কিন ডলার করে ফী দিতে হবে সার্ভিসটির জন্যে। গুগল বলেছে, তাঁদের এই সার্ভিস প্রতিটি ডিভাইসের জন্যে আলাদা আলাদা প্লেলিস্ট গড়া থেকে ব্যাবহারকারীদের মুক্তি দিবে।
[source:internet]

mahzuba:
good post

akhishipu:
Good to know

susmita:
good post

Tasnuva Anowar:
Good to know

Navigation

[0] Message Index

Go to full version