Health Tips > Fruit

দই দিয়ে মজাদার ফলের সালাদ

(1/1)

tasnuva:
উপকরণঃ

- টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম
- ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর, কমলা, পেপে, আনার, কিসমিস ইত্যাদি)
- মধু দুই টেবিল চামচ
- গোল মরিচের গুড়া (পরিমাণ মত)
- লবণ পরিমাণ মত
- জিরা গুড়া ১/২ চা চামচ
- বাদাম (ইচ্ছা)

প্রস্তুত প্রণালীঃ

সব ফল ধুয়ে কিউব করে কেটে নিন।
এবার ফলের সাথে সব উপকরন ভালো করে মাখিয়ে নিন।
বাটিতে ঢেলে পরিবেশন করুন দই - ফলের সালাদ।

Kanij Nahar Deepa:
quick and easy recipe..

tasnuva:
Thank you mam :)

Navigation

[0] Message Index

Go to full version