Faculty of Science and Information Technology > Science and Information

B.Sc in EEE and Present Job Market

(1/1)

ariful892:
আমি প্রায় ৩ বছর এর উপর হবে বিভিন্ন জবের জন্য ভাইবা দিয়েছে। মোট ৪০ টা কোম্পানি হবে। (আমার কাছে সব কোম্পানির নাম আছে)। আজ পর্যন্ত কোন ইন্টারভিউ বোর্ড আমাক প্রশ্ন করে নাই কেন আমি প্রাইভেট ইউনি থেকে পড়াশুনা করছি। তাই যারা প্রাইভেট ইউনি তে আসো তারা মোটেও ইনফিরিয়র কমপ্লেক্সেসিটি তে ভোগ না । কেউ তোমাকে প্রশ্ন করবে না , প্রাইভেট ইউনি থেকে কেন।

এখন আসি কেনো এই সাবজেক্ট টা পড়বা- যে কেউ সিভিল/কম্পিউটার/মেক্যানিকাল/আর্কিটেকচার পড়তে পারে। এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো শুধু একটি স্পেশালাইজড ফিল্ড নিয়ে। কিন্তু ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়লে তুমি সবগুলা ফিল্ডে কাজ করতে পারবা । তুমি চিন্তা করে দেখ কোথায় ইলেকট্রন এর ব্যবহার নেই আজকের এই সভ্যতায়। তুমি একটা সাবজেক্ট এর ফিজিক্স থেকে তার রসানয় সব জানতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই ।

তড়িৎ প্রকৌশল, প্রকৌশলবিদ্যার অন্যান্য যেকোনো বিষয়ের চেয়ে অনেক বেশি Advanced, শুধু তাইনা এর কর্মপরিধিও অনেক বেশি। বিদ্যুৎ শক্তি, নিয়ন্ত্রণ প্রকৌশল, ইলেকট্রনিক্স, মাইক্রোইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, সহায়ক যন্ত্র সম্পর্কিত প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, বায়োমেডিক্যাল প্রকৌশল কি নাই যাতে তুমি কাজ করতে পারবা না ? তুমি চার বছরের পড়াশুনা তে এই যেকোন একটি বিষয় যদি ভাল করে বুঝতে পার , তোমাকে আর পায় কে। মনে রেখ , কোন বিষয় কে ছোট করে দেখ না।
এখন আসি, চাকুরীর বাজার নিয়ে। একটা কথা মনে রাখবা, তোমার রেজাল্ট যাই হোক না কেন, চাকুরীর ইন্টারভিউ এ ৫ মিনিট সময়ের মাঝে তোমাকে প্রমান করতে হবে যে তুমিই বেস্ট। তাই বেসিক খুব ভাল থাকা চাই ।

মার্কেট এ ঢোকার আগে একটা জিনিস পরিষ্কার করে বলে দেই যার মামা, চাচা, বড়ভাই মানে ভালো লিঙ্ক আছে বাংলাদেশে জব এর জন্য তার টেনশন না করলেও চলবে। কিন্তু এই লেখাটা তাদের জন্য যাদের কোন লিংক নেই (আমার মত)।

যারা জব খুজবা তারা আগেই তোমাদের পছন্দের বিষয়টা(Telecommunication,/IT,/Automation/Power Engg./Software/VLSI/Power System ) রপ্ত করে নিবা। খুব সুন্দর একটা সিভি বানাবা। তোমার যা যা স্কিল আছে লিখবা । তোমারা পড়া শেষ করার সাথে সাথে CCNA,/ CCNP,/ PLC,/ Microcontroller এর একটা/দুইটা কোর্স করে নিবা। তাতে তোমাদের জানার পরিধি বাড়বে এবং সিভি টা ভারী হবে। পাশাপাশি তোমরা IELTS/TOEFL, GRE পড়া শুরু করতে পার, (যাদের বাইরে যাবার ইচ্ছা আছে)


১। আমাদের দেশে ইলেকট্রনিক্স এর ফিল্ড খুব বেশি ভালোনা। হাতেগোনা কিছু VLSI ডিজাইন কোম্পানি আছে। আরও অনেক বছর পর এই ফিল্ডে সবচেয়ে বেশী জব থাকবে।

২। টেলিকমের ফিল্ড Saturated অবস্থায় আছে। সাবকন কিছু আছে ভাল সেখানে চেষ্টা করতে পার । huawei, ericsson,NEC, এর মতো কিছু ভেন্ডার আছে। কিন্তু পরিচিত আর জানাশুনা পাবলিক না থাকলে কল পাওয়া মুশকিল।

৩। যদিও দেশে অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এরপরও সুযোগ কম।অনেক পাওয়ার প্ল্যান্ট এ ডিপ্লোমা ইঞ্জিয়ার দিয়ে কাজ চালিয়ে নেয়। কিন্তু এখনও অনেক জব পাওয়া যায় । (BSRM.KSRM,Energy PAC,POwer Pac,Rohim-afroze,LG,RANGS,SAMSUNG,WALTON ...) এইসব জায়গায় সিভি এর হার্ড কপি জমা দিয়ে রাখবা।

৪। এই মুহূর্তে IT, Networking, Software, এসব ফিল্ডে প্রচুর জব রয়েছে। তাই প্রোগ্রামিং এ স্কিল থাকলে জব পাওয়া খুব সহজ।

হতাশ হবার দরকার নেই। শুধু নিজের স্কিল বাড়াও । জব অবশ্যই পাবা । কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে এতটুকু । এটা নিয়ে আরও লিখার ইচ্ছা আছে । কোথাও ভুল থাকলে , ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ধরিয়ে দিবেন ।

সংগৃহীত-

Fahmida Hossain:
good post

Navigation

[0] Message Index

Go to full version