Health Tips > Children
প্রথম স্কুলে যাওয়ার প্রস্তুতি !
(1/1)
chhanda:
সামনে নতুন বছর। যারা এবারই প্রথম স্কুলে যাবে তাদের মনে অজানা ভয়-আশংকা আর আনন্দের মেশামিশি। প্রত্যেক বাবা-মাই চান তার সন্তান বড় হয়ে আর দশজনের একজন হবে। তাই শিশুকে আর দশনের সঙ্গে মিশতে দিন। সে যে আর দশজনের চেয়ে আলাদা কেউ নয় এটাও তাকে বুঝতে দিন। তা না হলে সে কখনোই সুস্থ ও স্বাভাবিক হয়ে বেড়ে উঠতে পারবে না। বাবা-মাকে এও ভাবতে হবে, আর দশজন শিশু যদি স্কুলে থাকতে পারে আপনার শিশু কেন পারবে না। শিশুর এই স্কুলে থাকতে না পারাটা কিন্তু কোনো গুণ নয় বরং এটি তার অক্ষমতা। অনেক টিচারই মনে করেন, বাবা-মায়ের এই অহেতুক বাড়াবাড়িই শিশুর স্কুলে যাওয়া নিয়ে সমস্যার কারণ। তাই শিশুকে স্কুলে ভর্তি করার পর বাবা-মাকে একটু শক্ত অথচ হাসিমুখেই সব মোকাবিলা করতে হবে।
সুতরাং স্কুলে দেয়ার সময় শিশুর ওপর কিছু দায়িত্ব দিন। যেমন শিশুর বইপত্র, খাতা, পেন্সিল, কলম, রুমাল, টিফিনবক্স, পানির গ্লাস ইত্যাদি সে যেন খেয়াল রাখতে পারবে সে ব্যাপারেও সতর্ক করে দেবেন। স্কুল থেকে ফিরে আসার পর সেগুলো সব ঠিকঠাক আছে কি না সেটা খেয়াল রাখবেন। এতে করে আপনার শিশুটি নিজেকে একটু দায়িত্বশীল স্বাবলম্বী ভাবতে শিখবে। আর ধীরে ধীরে সে মায়ের আঁচল থেকে সরে আসবে। স্কুলের প্রতিও তার আকর্ষণ বাড়বে।
collected
tasnuva:
Nice post.
Mafruha Akter:
good, this post is most essential for me.
R B Habib:
I can sense a mother's preparation to send her twins to school, is it Chanda Apu?
chhanda:
yes ma'am ... :) Rabeya Binte habib ... madam
Navigation
[0] Message Index
Go to full version