Entertainment & Discussions > Football

Brazil will get the World Cup.. Scholary

(1/1)

mustafiz:
যুক্তরাষ্ট্রের মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ‘বিগ ফিল’ নামে পরিচিত এই কোচ বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে ব্রাজিলের উপর কোনো চাপ নেই। ব্রাজিল-ই চ্যাম্পিয়ন হবে।”

শেষ পাঁচ ম্যাচে ব্রাজিল গোল করেছে মোট ১৮টি আর খেয়েছে মাত্র একটি, জিতেছে সবকটিতে। শেষ ১২ ম্যাচে ব্রাজিলের জয় ১১টি। তাছাড়া গত জুনে ফিফা কনফেডারেশন্স কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল প্রমাণ করেছে, দলের অধিকাংশ সদস্য বয়সে তরুণ হলেও বিশ্ব শাসনের ক্ষমতা ভালোই আছে তাদের।

আগামী বুধবার টরেন্টোতে চিলির বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে নেইমাররা।

Navigation

[0] Message Index

Go to full version