Health Tips > Body Fitness

এসিডিটির সমস্যা

(1/1)

chhanda:
এক চা চামচ জিরা ১ লিটার পানিতে ফুটান। ১০মিনিট ধরে ঠাণ্ডা করুন। তারপর হালকা গরম থাকতেই পান করুন। দিনে ২বার এক সপ্তাহ ধরে পান করুন।

এসিডিটির সমস্যা থাকলে খুব দ্রুত সেরে যাবে। পেট জালা ও ফাপাও কমে আসবে।

collected

Navigation

[0] Message Index

Go to full version