Faculty of Humanities and Social Science > Law

Some tips for exam

(1/1)

Ferdousi Begum:
কালকেই তো এক্জাম৷ আজকে কী করা যায়? এটা তো আপনিই ঠিক করবেন৷ আমার মতো ক’রে আমি কিছু লিখলাম৷ যতটুকু ভালো লাগে, ততটুকুই নেবেন৷ বাকীটা, শিফট্+ডিলিট৷
 
   দীর্ঘ শ্বাস নিতে নিতে চমৎকার কিছু কল্পনায় আনলে নাকি টেনশন কমে৷ কী জানি! আমি দেখেছি, টেনশন কমানো নিয়ে ভাবলেই বরং টেনশন বাড়তে থাকে৷ পরীক্ষার আগের দিন টেনশন করাও তো একটা সাধারণ ভদ্রতা৷ ওটা না হয় একটু থাকলোই! ওকে পাত্তা কম দিন৷
   পুরোনো সাফল্যের কথা ভাবতে পারেন৷ মা-বাবা’র মুখের হাসি মনে ক’রে আপনার চোখ দু’টোই না হয় একটু হেসে নিক৷
   উল্টা-পাল্টা ভাবতে ভালো লাগলে ওটাই ভাবুন৷ ইফ ইউ আর গোয়িং থ্রু হেল, কিপ গোয়িং---আমি এই মন্ত্রে বিশ্বাসী (তবে, একটু ভিন্নদৃষ্টিতে)৷ যা ইচ্ছে তা-ই ভাবতে থাকুন, ভাবনা বাধা পেলে দুর্ভাবনাই বাড়ে৷
   আজকের জন্যে পড়াশোনা শিকেয় তুলে রাখুন৷ যতই পড়বেন, ততই মনে হবে, এটার উত্তর কালকে মনে থাকবে তো? একটা ফ্যাক্ট শেয়ার করি৷ কিছু কঠিন প্রশ্ন থাকে যেগুলো বার বার পড়লেও মনে থাকে না৷ সেগুলো মনে রাখার চেষ্টা বাদ দিন৷ কারণ এই ধরণের একটি প্রশ্ন আরো কয়েকটি সহজ প্রশ্নকে মাথা থেকে বের করে দেয়৷ জাস্ট সে নো টু দেম৷
   আপনি কী জানেন, তার চেয়ে বেশি ইমপর্টেন্ট হলো আপনি যা জানেন তা কতটা কাজে লাগাতে পারছেন৷
   ব্লাইন্ড গ্যেসিং করতে যাবেন না, তবে কিছুটা ইন্টেলেকচুয়াল গ্যেসিং করলে কোনো দোষ নেই৷
   যা হবার তা হবেই। শেষ হাসিটা হাসার চেষ্টা করুন৷ সাফল্য কখনোই ডিজার্ভ করা যায় না, তাকে আর্ন করতে হয়৷
   পরীক্ষার প্রয়োজনীয় জিনিস-পত্র গুছিয়ে নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন৷ মাথা ঠিক রাখার জন্যে দারুণ একটা ঘুম অনেক হেল্প করে৷ প্রিপারেশন থেকে প্রিপেয়ার্ডনেস এখানে বেশি জরুরী৷ মাথায় রাখুন, অনলি ইওর রেজাল্টস্ আর রিওয়ার্ডেড, নট ইওর এফর্টস্৷
   কাল সকালেও কিছু পড়ার প্রয়োজন নেই৷ টেনশন ফ্রি থাকুন৷ বাবা-মা’র দোয়া আপনার সাথে আছে৷ আত্মবিশ্বাস রাখুন৷
   রাস্তায় জ্যাম্ থাকতে পারে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে রওয়ানা হয়ে পড়ুন৷ তাড়াহুড়ো করবেন না৷ এই তো! আর কী!

গুড্ লাক্ !
 

nadimhaider:

কঠিন প্রশ্ন gula koba porbo?

farzanamili:
ma'am, good one! :D

riaduzzaman:
Helpful tips.

Ferdousi Begum:
Dear nadim haider, those are real hard questions which you never read before till exam night or read this but can't capture it, I think you should prepare those before exam nights, then it will no more be a hard one. After being tried, if you failed to capture those questions, then please avoid it. You should concentrate on those which you could gain in the exam night. Thanks.

Navigation

[0] Message Index

Go to full version