||জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনের অধিকার||
ফৌজদারি মামলায় জামিন একটি বহুলালোচিত বিষয়। কোন অভিযুক্ত ব্যক্তিকে জামিনের আবেদন করার ক্ষেত্রে অভিযোগটি জামিনযোগ্য বলে প্রমাণ করতে হবে। ফৌজদারী কার্যবিধির ২য় তফসিলে জামিনযোগ্য অপরাধের উল্লেখ রয়েছে। জামিনযোগ্য অপরাধ হচ্ছে সেই সকল অপরাধ যে ক্ষেত্রে জামিনের অধিকার রয়েছে। অভিযুক্ত ব্যক্তি জামিনের বন্ড তৈরী করার সাথে সাথেই আদালত বা পুলিশ ঐ ব্যক্তিকে মুক্ত করতে বাধ্য থাকে বন্ডের শর্তসাপেক্ষে। আদালত বা অন্য কোন অফিসার জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন প্রত্যাহার করতে পারেনা কারন ফৌজদারী কার্যবিধির ৪৯৬ ধারার ভাষা পুরোপুরি আদেশমূলক। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার এবং রিমান্ডে প্রেরণ করার একমাত্র ক্ষমতা হাইকোর্ট বিভাগ রাখে। জামিনযোগ্য অপরাধে জামিন হচ্ছে অধিকার, সুযোগ বা সুবিধা (concession) নয়। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত জামিনের বন্ড দিতে অস্বীকৃতি না জানালে বা অসমর্থ না হলে তাকে পুলিশ হেফাজতে প্রেরণ করা যাবেনা। অভিযুক্তকে আদালতে হাজিরা দিতে বাধ্য করাই হচ্ছে বন্ডের উদ্দেশ্য। এটি একপ্রকার সিকিউরিটি (Security)। এটি কোন শাস্তি বা জরিমানা নয়। তবে এর পরিমাণ যেন অভিযুক্তের সামর্থ্যের বাইরে না যায় সেদিকে বিবেচনা করতে হবে।