Mobile phone charges in fire

Author Topic: Mobile phone charges in fire  (Read 1086 times)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
Mobile phone charges in fire
« on: November 21, 2013, 02:15:55 PM »
সম্প্রতি এমনই এক চার্জার তৈরি করা হয়েছে, যা আপনার মুঠোফোন বা স্মার্টফোনটিকে আগুনের সাহায্যে চার্জ করে দিতে পারবে। ‘ফ্লেমস্টোয়ার’ নামের বিশেষ এই চার্জার আগুনের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারবে। এ চার্জারে রয়েছে একটি ইউএসবি পোর্ট, ছোট স্ট্যান্ড ও পানি রাখার পাত্র। দরকার হবে আগুনের সাহায্যে পানি গরম করার জন্য একটি সমতল জায়গা। এটি থার্মোইলেকট্রিক পদ্ধতিতে স্মার্টফোনের মতো ছোট যন্ত্রকে চার্জ দিয়ে থাকে। তাপমাত্রার পার্থক্যই এই চার্জারে শক্তি উৎপন্ন করবে। এই প্রক্রিয়ায় বেশি ভোল্টেজে পানি গরম হয়ে নিম্ন বা কম ভোল্টেজের (শীতল উপাদান) দিকে বিদ্যুৎ প্রেরণ করে। তারপর ইউএসবি এবং কিছু অতিরিক্ত শক্তির মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে।

যেকোনো ছোট যন্ত্র এই ইউএসবির তারের সাহায্যে এভাবে চার্জ করা যাবে। মজার ব্যাপার হলো, প্রতি এক মিনিটের চার্জে মুঠোফোনে তিন মিনিটের মতো কথা বলা যাবে। সাড়ে সাত ইঞ্চি লম্বা এবং ২ দশমিক ২৫ ইঞ্চি চওড়া এই চার্জার সহজে বহনযোগ্য। শুধু তা-ই নয়, ইচ্ছা করলে এটিকে ভাঁজ করে গুটিয়েও রাখা যাবে। পানি গরম করার জন্য ব্যবহারকারীকে শুধু সমতল জায়গায় একটি শিখা, অর্থাৎ একটি চুলা বা ক্যাম্পফায়ার রাখতে হবে।
« Last Edit: December 10, 2013, 08:17:04 PM by mustafiz »