Bangladesh > Positive Bangladesh

স্বাস্থ্যে বাংলাদেশের সাফল্য বিশ্বের কাছে রহস্য

(1/1)

maruppharm:
প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিত্সা সাময়িকী ল্যানসেট বলেছে, স্বাস্থ্যসেবায় কম বরাদ্দ, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা ও ব্যাপক দারিদ্র্য সত্ত্ব্বেও গত চার দশকে স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জন ব্যতিক্রমধর্মী। পাঁচ বছরের কম বয়সীদের জীবন রক্ষা, মানুষের গড় আয়ু বৃদ্ধি, টিকাদান কর্মসূচি, যক্ষ্মা নিয়ন্ত্রণ—এসব ক্ষেত্রে দেশটির সাফল্যের কাহিনি উল্লেখযোগ্য। বাংলাদেশের এই অর্জন ও সাফল্য বিশ্বের কাছে বিরাট রহস্য।

ল্যানসেট বলেছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতের আগামী দিনের চ্যালেঞ্জও দৃশ্যমান হচ্ছে। দ্রুত নগরায়ণ, বস্তিবাসীর সংখ্যাবৃদ্ধি, অসংক্রামক রোগের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলা করার জন্য বাংলাদেশকে তৈরি হতে হবে। পরিস্থিতি মোকাবিলার জন্য বৈশ্বিক পর্যায়ে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার (ইউনিভার্সাল হেলথ কভারেজ) যেসব ধারণা ও কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে, সে ক্ষেত্রে বাংলাদেশে অগ্রগতি নেই।
ল্যানসেটের আজকের (২১ নভেম্বর) সংখ্যায় এসব কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বৃহস্পতিবার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন। বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করার ঘটনাকে জনস্বাস্থ্যবিদেরা বিরল ও গুরুত্বপূর্ণ বলছেন। এ সংখ্যার ছয়টি প্রবন্ধ লিখেছেন ৩৫ জন গবেষক, তাঁদের ১০ জন বিদেশি। এ ছাড়া এসব প্রবন্ধের ওপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মতামতও ছাপা হয়েছে। ১৯০ বছরের পুরোনো এই সাময়িকীর লন্ডন, নিউইয়র্ক ও বেইজিংয়ে এর সম্পাদকীয় কার্যালয় রয়েছে।

mustafiz:
That;s really amazing.....

A.S. Rafi:
That's really inspiring... standing in the middle of chaos,we still have something to uphold our good image in international arena!

R B Habib:
We shall overcome one day... :)

Navigation

[0] Message Index

Go to full version