Faculties and Departments > Allied Health Science
বিষিয়ে ওঠা বিষয় !
(1/1)
snlatif:
প্রচলিত কিছু বিষয় যা আমাদের জীবনকে বিষিয়ে তুলতে যথেষ্ট। আসুন এই বিষয় গুলো এড়িয়ে চলি এবং স্বাভাবিক সুন্দর জীবন যাপন করি।
১) কখনো নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না।
২) অশরীরি যেমন, ভুত-প্রেত ইত্যাদির ভয়ে আঢ়ষ্ঠ থাকবেন না। এরা নেই।
৩) সবাইকে খুশি করার বৃথা চেষ্টা করবেন না। একজনের পক্ষে তা সম্ভব না।
৪) সারাদিন কাজের মধ্যে ডুবে না থেকে মাঝে মধ্যে বিশ্রাম নিন।
৫) জীবনের সবকিছুর হিসাব কষে রাখবেন না, সময় বলে দেবে হিসাব।
৬) অন্যের অর্থ, যৌন বা দাম্পত্য জীবন নিয়ে ঈর্ষা করবেন না।
৭) স্বাস্থ্যকর খাবার খাবেন ও আরামদায়ক পোষাক পরিধান করবেন।
৮) নিজেকে সুখী প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনী সুখী হলে এমনিই সবাই বুঝবে।
৯) পরনিন্দা করার অভ্যাস থাকলে এখনি ত্যাগ করুন।
১০) জীবনে তো কতকিছুর মায়া ত্যাগ করেছেন, ধূমপানের মায়াও ত্যাগ করুন।
সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।
Navigation
[0] Message Index
Go to full version