কোমল পানীয় আসলেই স্বাস্থ্যসম্মত কিনা এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে ও হচ্ছে। সম্প্রতি সুইডিশ বিজ্ঞানীরা বলছেন, কোমল পানীয় আসলে কোমল নয়। প্রতিদিন একটি কোমল পানীয় পানে মূত্রথলিতে ক্যান্সারের ঝুঁকি প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পায়। ১৫ বছর ধরে গবেষণা করার পর সুইডিশ বিজ্ঞানীরা বলছেন, যারা প্রতিদিন ৩০০ মিলিলিটার কোমল পানীয় পান করেন; অন্যান্য মানুষের চেয়ে তাদের মূত্রথলিতে ক্যান্সার হওয়ার আশঙ্কা ৪০ শতাংশ বেশি। তারা প্রায় ৪৫ থেকে ৭৩ বছর বয়সী ৮ হাজার সুস্থ মানুষের ওপর ১৫ বছর ধরে গবেষণা চালান। এ সময় তাদের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করা হয়। গবেষণা শেষে যাদের মূত্রথলিতে ক্যান্সার হয়েছে, তাদের খাদ্যাভ্যাসের সঙ্গে সুস্থ মানুষদের খাদ্যাভ্যাস মিলিয়ে দেখেন। এতে দেখা গেছে, যারা কোমল পানীয় পান করেননি, তাদের চেয়ে যারা পান করেছেন তাদের মূত্রথলিতে ক্যান্সার হওয়ার হার ৪০ শতাংশ বেশি। তবে কোমল পানীয়র সঙ্গে মূত্রথলির ক্যান্সারের কী সম্পর্ক রয়েছে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন তারা। গবেষণায় মূত্রথলির ক্যান্সারের সঙ্গে জুস, ডায়েট ড্রিংকস, চা এবং কফির কোনো সম্পর্ক খুঁজে পাননি গবেষকরা।
সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।