কানে পানি গেলে !

Author Topic: কানে পানি গেলে !  (Read 1489 times)

Offline snlatif

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 267
    • View Profile
কানে পানি গেলে !
« on: November 22, 2013, 12:04:43 PM »
কানে পানি গেলে কি করেন আপনি? পানি বের করার জন্য অনেকে মাথা কাত করে ঝাঁকুনি দিয়ে পানি বের করে আনার চেষ্টা করেন। এতে কিছু পানি বের হলেও পুরোপুরি হয় না। আবার অনেকে পানি আটকে যাওয়া কানে আরও একটু পানি দিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার মত কাজটি করেন, এটি আরও বিপদজনক। আর কটন বাড? কানের পর্দা ফেটে যেতে পারে। কি করবেন? মাথাটাকে কাত করে কান টেনে ধরুন। পানি বের হয় আসবে।

সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।