Faculties and Departments > Faculty Sections
কাপড়ের রংয়ে সুস্বাস্থ্য
(1/1)
snlatif:
মন ভালো রাখতে কাপড়ের রংয়ের একটি ভূমিকা রয়েছে। এ তথ্য আমাদের সবারই জানা। আর কাপড় রং করার জন্য মানুষ যন্ত্র ও রাসায়নিকের ওপর নির্ভর করছে। কিন্তু গবেষকরা বলছেন, কাপড়ের রং কেবল মনের খোরাক জোগায় না, স্বাস্থ্যও ভালো রাখে। তবে সেটা আধুনিক কৃত্রিম রং নয়, প্রাকৃতিক রং। নীল, হলুদ বা মেহেদির মতো প্রাকৃতিক রঙে রাঙানো কাপড় মানুষের শরীরের জন্য উপকারী বলে জানিয়েছেন গবেষকরা। শরীর ভালো রাখতে রঙের গুরুত্বের বিষয়টি এই প্রথম জানা গেল বলে তাঁদের দাবি।
ব্রিটেনের ইউনিভার্সিটি অব ডারবির এক গবেষক ও টেক্সটাইলবিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক কেট ওয়েলস বিষয়টি নিয়ে কাজ করছেন। তিনি মনে করেন, নীল, হলুদ বা মেহেদির মতো প্রাকৃতিক রংগুলো ভেষজ ওষুধ তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। কাজেই শরীরের সংস্পর্শে থাকা কাপড়ে এই রংগুলো ব্যবহার করা হলে মানুষের শরীর হয়তো স্বাস্থ্যকর উপাদানগুলো শোষণ করতে পারবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আগে সেভাবে গবেষণা চালানো হয়নি। অথচ নীলের (উদ্ভিজ্জাত) মতো রংগুলো বহু দেশ ও তাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। নানা ধরনের গাছগাছড়া থেকে রং (প্রাকৃতিক) সংগ্রহ করা হয়।
ওয়েলস জানান, সাম্প্রতিক বছরগুলোতে বিষয়গুলো নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ব্রিটেনে আবারও বাণিজ্যিকভাবে নীলের চাষাবাদ শুরু হয়েছে। এ ব্যাপারে ফ্রান্সেরও আগ্রহ লক্ষ করা গেছে। প্রসাধনীতে এগুলোর ব্যবহার শুরু হয়েছে।
ইন্টারন্যাশনাল কালার অ্যাসোসিয়েশনের সাময়িকীতে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।
Samia Nawshin:
interesting :)
jabedmorshed:
একটি সুন্দর গাহস্থ্যময় পোস্ট । লেখককে ধন্যবাদ ।
Navigation
[0] Message Index
Go to full version