Faculties and Departments > Faculty Sections

এই শীতে আদা চা

(1/1)

snlatif:
১. আদা চা সব ধরনের মানসিক চাপ দূর করে। তাই মানসিক চাপ মুক্ত থাকতে হলে শীতকালে আদা চায়ের বিকল্প নেই।

২. শীতকালে শ্বাসকষ্টের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে আদাযুক্ত চা। একই সঙ্গে ফুসফুসের সমস্যা দূরীকরণে এ চা অনন্য।

৩. রক্ত সঞ্চালনের স্বাভাবিক গতিকে সহায়তা করার পাশাপাশি হালকা জ্বর-কাশি দূর করতে আদা চায়ের জুড়ি নেই। একই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এ চা।

৪. পাকস্থলীর সমস্যা ও হজমের অসঙ্গতিও দূর করে আদা চা।

সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।

Samia Nawshin:
good post :)

snlatif:
thanks... :)

Samia Nawshin:
you are welcome.

Navigation

[0] Message Index

Go to full version