Faculties and Departments > Allied Health Science
গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার ক্ষতিকর
(1/1)
snlatif:
গর্ভবতী নারী মোবাইল ফোন ব্যবহার করলে গর্ভস্থ শিশুর বিপদের আশঙ্কা থাকে। গর্ভাবস্থায় মোবাইল ফোন ব্যবহার করলে শিশুর মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিশুর অস্থিরমতি হওয়ারও ঝুঁকি থাকে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রসূতিবিদ্যা, স্ত্রীরোগ ও প্রজনন বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. হফ টেইলর ও তার সহযোগীরা এ বিষয়ে গবেষণা চালান। গর্ভবতী কিছু ইঁদুরের ওপর তারা মোবাইল ফোনের বিকিরণের প্রভাব পর্যবেক্ষণ করেন। গবেষকরা কিছু ইঁদুরের খাঁচার ওপর একটি চালু মোবাইল ফোন রাখেন। অন্য খাঁচায় মোবাইল ফোন বন্ধ করে রাখা হয়, যেটি কোনো সিগনাল পাঠাবে না। ইঁদুরের বাচ্চা প্রসব ও সেগুলো যথেষ্ট বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করেন গবেষকরা। এরপর এগুলোর আচরণ পর্যবেক্ষণ করেন তারা। টেইলর বলেন, মোবাইল ফোন চালু ছিল এমন খাঁচার বাচ্চাগুলো বেশি অস্থির ছিল। সেগুলো কোন কিছুর প্রতিই তেমন মনোযোগী ছিল না। টেইলর বলেন, গর্ভাবস্থায় মোবাইল ফোনের বিকিরণ প্রভাব ফেলে এটা বলার মতো 'ভিত্তি' এ গবেষণায় পাওয়া গেছে। গর্ভবতীদের মোবাইল ফোন নিজের শরীরের কাছ থেকে দূরে রাখার পরামর্শ দেন তিনি।
ব্ল্যাকবেরি ও অ্যাপলের মতো মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানও নিরাপত্তা ঝুঁকির কারণে মোবাইল ফোন শরীর থেকে দূরে রাখার পরামর্শ দেয়। তবে তা ডিভাইস ম্যানুয়ালে লেখার কারণে ব্যবহারকারীর নজরে সহজে পড়ে না।
*বি.দ্র: মানুষের সাথে বেশ কিছু বিষয়ে মিল থাকায় গবেষণায় ইঁদুর, গিনিপগ ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে।
সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।
Navigation
[0] Message Index
Go to full version