Faculty of Science and Information Technology > Science and Information
চেহারা স্বাস্থ্যের কথা বলে
(1/1)
snlatif:
কথায় আছে চোখ মনের কথা বলে। স্বাস্থ্যবিদরা বলছেন, চেহারা স্বাস্থ্যের কথা বলে। মুখ দেখেই নাকি স্বাস্থ্যের হাল-হকিকত জানা যায়। তাদের মতে, আয়নার সামনে দাঁড়ালেই জানা যাবে স্বাস্থ্য কেমন আছে। গবেষকরা দেখেছেন, মুখ দেখেই স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা যায়। মুখ বিশ্লেষণ যদিও ঠিক বিজ্ঞান নয় কিন্তু মুখের ত্বকের অবস্থা ভেতরে কী চলছে তা অনেকখানি বলে দিতে পারে। হোক তা শারীরিক বা মানসিক অবস্থা। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসকরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে মুখের অবস্থা বিশ্লেষণ করে থাকেন। এর মাধ্যমে তারা মানব অঙ্গের ও মানসিক অবস্থা সম্পর্কে ধারণা নেন।
স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে কেন মুখ পর্যবেক্ষণ জরুরি তা হলো_ একজন মানুষের হৃৎপিণ্ড, ব্লাডার ও ক্ষুদ্রান্ত্রের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে পারে তার কপাল। কপালের লালচে, ভাঁজযুক্ত চামড়া জানায় শরীরের শুষ্কতা, রক্তিম ভাব জানায় শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি। কারও দুটি লক্ষণ থাকলে বুঝতে হবে তার হজমজনিত সমস্যা রয়েছে। কঠিন ডান ভ্রু বোঝায় আপনি সহজেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আর কঠিন বাম ভ্রু বোঝায় আপনি রাগ চেপে রাখার পক্ষপাতী। মুখ বিবরের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকস্থলীর। ঠোঁটের সঙ্গে যোগ রয়েছে পাকস্থলী ও অন্ত্রের এবং ঠোঁটের পাশের যে অংশ চোয়াল ঘিরে রয়েছে তার সঙ্গে যোগ মলাশয়ের। ঠোঁটে দাগ বা রঙ বিবর্ণ হওয়া বোঝায় অন্ত্রের দুবর্লতা, হজম ও গ্যাস্ট্রিকের সমস্যা। শুষ্ক ঠোঁট পানি শূন্যতা বোঝায়। গালে লাল ফুসকুড়ি উঠলে বুঝতে হবে ত্বকের অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। কিডনি ও ব্লাডারের অবস্থা বোঝা যায় চিবুক দেখে। মূত্রগ্রন্থির অবস্থাও বোঝা যায় চিবুক দেখে।
সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।
Navigation
[0] Message Index
Go to full version