IT Help Desk > News and Product Information
iPhone
(1/1)
snlatif:
iOS7 Activation Lock সমস্যার ফলে অনেক আইফোন এখন খুবই সস্তায় বিক্রি হচ্ছে। তাই কিনার আগে দেখে নিন অ্যাপেল আইডি পাসওয়ার্ড লক কিনা। লক কিনা জানার জন্য Setting - General - Reset - Erase all content and Settings চেপে ফ্যাক্টরি রিসেট করে নিন। যদি রিসেট করার সময় অ্যাপেল আইডি পাসওয়ার্ড না চায় তাহলে কোন সমস্যা নেই। যদি আইফোনের মেইন স্ক্রীনে না যেতে পারেন তাহলে সেই আইফোন কিনবেন না।
(Collected)
Navigation
[0] Message Index
Go to full version