IT Help Desk > News and Product Information
আসছে হুয়াউয়ের ‘অ্যাসেন্ড পি৬ এস’
(1/1)
snlatif:
‘অ্যাসেন্ড পি৬ এস’ নামে আট কোর প্রসেসরযুক্ত স্মার্টফোন বাজারে আনছে চীনের প্রতিষ্ঠান হুয়াউয়ে। হুয়াউয়ের প্রেসিডেন্ট সম্প্রতি চীনভিত্তিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে এ তথ্য জানিয়েছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজচায়নার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যাসেন্ড পি৬ এস’ স্মার্টফোনটি হবে অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে খ্যাতি পেয়েছে।
হুয়াউয়ের তৈরি নতুন স্মার্টফোনটিতে ব্যবহূত হবে কে৩ভি২ প্রসেসর যাতে রয়েছে আট কোরের প্রসেসিং ক্ষমতা। এই চিপসেটের সঙ্গে থ্রিজি সুবিধা বিল্ট ইন থাকবে।
আসছে হুয়াউয়ের ‘অ্যাসেন্ড পি৬ এস’
হুয়াউয়ের দাবি, নতুন স্মার্টফোনটির ব্যাটারি চলবে দীর্ঘক্ষণ। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ কিটক্যাট অপারেটিং সিস্টেমনির্ভর ‘অ্যাসেন্ড পি৬ এস’ স্মার্টফোনটির দাম ও বাজারে আসার তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। উল্লেখ্য, হুয়াউয়ের আগে স্যামসাং ও মিডিয়াটেক আট কোর প্রসেসর উন্মুক্ত করেছে।
এর আগে চলতি বছরের জুন মাসে কোয়াড কোর প্রসেসরে অ্যাসেন্ড পি৬ বাজারে আনার ঘোষণা দিয়েছিল হুয়াউয়ে। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমের এ স্মার্টফোনটিতে শিগগিরই কিটক্যাট আপডেট করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Source:Internet
Navigation
[0] Message Index
Go to full version