Faculty of Science and Information Technology > Science and Information

ইন্টারনেটেই নিয়ন্ত্রিত হবে নিত্যব্যবহার্য জিনিস

(1/1)

snlatif:
ইন্টারনেট এখন তথ্য আর যোগাযোগের সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম। আমাদের নিত্যদিনের জীবনেও ইন্টারনেট অপরিহার্য অংশ হিসেবে চলে এসেছে। তাই ইন্টারনেটকে আরো গ্রাহকবান্ধব করতেি নরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন প্রযুক্তিবিদরা।নতুন একটি গবেষণায় নিত্যব্যবহার্য জিনিসে ইন্টারনেট সংযোগ দিয়ে আরো সহজে নিয়ন্ত্রণের কথাই স্পষ্ট হল। তাই এর মাধ্যমে এখন ব্যক্তি ইচ্ছা করলেই অনেক দূরে থেকেও এসব জিনিসের দেখাশোনা বা গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারবেন, এমনটাই দাবি তাদের।
২০০৯ সালে জার্মানির প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এসএপি রিসার্চের গবেষক স্টিফেন হলার বস্তুর জন্য ইন্টারনেট ধারণাটির ব্যাখ্যা দিতে গিয়ে এমন একটি পৃথিবীর বর্ণনা দেন, যেখানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি বস্তুই তথ্য যোগাযোগ ব্যবস্থার (ইন্টারনেট) সঙ্গে যুক্ত থাকে । সেই ধারণাটিরই বাস্তব রূপ দেখা যাবে শীঘ্রই।

সব জিনিসে ইন্টারনেট সংযোগের এ প্রযুক্তির অন্যতম সুবিধা হলো, কোনো জিনিস বা যন্ত্রের ওপর মানুষের সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন নেই; বরং জিনিসগুলোই পারস্পরিক যোগাযোগের মাধ্যমে নিজেদের দেখাশোনাসহ প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে পারবে। এই প্রযুক্তি আরো উন্নয়নের দিকেই দৃষ্টি প্রযুক্তিবিদদের।

Source:Internet

Navigation

[0] Message Index

Go to full version