Faculty of Science and Information Technology > Science and Information

The Fastest Ship in the World

(1/1)

snlatif:
অস্ট্রেলিয়ান শিপইয়ার্ড প্রতিষ্ঠান ইনক্যাট দাবি করেছে ‘ফ্রান্সিসকো’ নামের দ্রুততর জাহাজ নির্মাণ এবং তার পরীক্ষা সম্পন্ন করেছেL

অস্ট্রেলিয়ান শিপইয়ার্ড প্রতিষ্ঠান ইনক্যাটের দাবি অনুসারে তারা বিশ্বের দ্রুতগতির জাহাজ নির্মাণ করেছেl প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলের এক প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটির গতি ৫৮ নট বা প্রতি ঘণ্টায় ৬৭ মাইলl

জাহাজটিকে বর্ণনা করা হচ্ছে ‘যাত্রী বহনকারী উচ্চগতির ডুয়াল-ফিউয়েল প্রযুক্তিসমৃদ্ধ জাহাজ’ হিসেবেl

নির্মাতা প্রতিষ্ঠান ইনক্যাটের ব্যবস্থাপনা পরিচালক কিম ক্লিফোর্ড বলেন, “এটা নিশ্চিতভাবে বিশ্বের দ্রুততম জাহাজl”

ক্লিফোর্ড আরও জানান, কিছু স্পিডবোট ৬৭ মাইল গতিতে চলতে পারবে। এটি বহন করতে পারবে এক হাজার যাত্রী ও ১৫০টি গাড়ি। এতে রয়েছে একটি বড় শুল্কমুক্ত শপl

পোপ ফ্রান্সিসের নামে জাহাজটির নামকরণ করা হয়েছে ‘ফান্সিসকো’l শিপইয়ার্ড প্রতিষ্ঠানটি জানিয়েছে, এতে দুটি জিই গ্যাস টারবাইননির্ভর বোয়িং ৭৪৭ ইঞ্জিনের ডিজাইনে শক্তিশালী এক জোড়া ওয়াটার জেট রয়েছে।


[Collected]

Navigation

[0] Message Index

Go to full version