Science & Information Technology > Science Discussion Forum

Use of cell phone technology in agricultural development is necessary

(1/1)

mustafiz:
কৃষিপ্রধান বাংলাদেশে মুঠোফোনের প্রযুক্তিকে কৃষকের উপযোগী করে তুলতে বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির করপোরেট শাখায় এ বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংযোগ স্থাপন এবং সম্পর্ক ধরে রাখতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায় এসব বিষয়ে আলোচনা করা হয়। মূলত কীভাবে কৃষকেরা মুঠোফোন ব্যবহার করে কলসেন্টারের মাধ্যমে বৃষ্টির পূর্বাভাসসহ কোন বীজ বপনের সময় কবে, কখন ফল চাষ করতে হবে এ বিষয়ে সব ধরনের তথ্য জানতে পারবেন।

অনুষ্ঠানে রবির প্রধান চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব বলেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নে মুঠোফোনের প্রভাব তুলে ধরতেই আজকের এই আয়োজন। আবহাওয়া ও ফলন নিয়ে সমকালীন তথ্য কৃষকের জীবন বদলে দিতে পারে। কর্মশালায় মূল প্রবন্ধ পড়েন ফ্রান্সের ইনসিড বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফিলিপ এম পার্কার। তিনি বলেন, ‘কৃষকেরা যখন সহজলভ্য ও ব্যবহারবান্ধব প্রযুক্তির মাধ্যমে সহজে ও  কম খরচে তথ্য পাবে তখনই দীর্ঘমেয়াদে এ ক্ষেত্রে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে।’ তথ্যের সহজলভ্যতা কৃষকের জীবনমান ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দেন আইএফপিআরআইয়ের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা রিকারদু হারনান্দেজ, জিএসএমের কারিগরি পরামর্শক মোহাম্মাদ আশরাফুজ্জামান, সুইস কন্টাক্টের আশফাক এনায়েতুল্লাহ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্লু গোল্ড প্রোগ্রামের কম্পোনেন্ট লিডার হেইন বিজলমেকার্স, ওয়ার্ল্ড ফিশের চিফ অব পার্টি হেনরিক জন কিউসসহ অনেকে। কর্মশালায় বলা হয়, কৃষি খাত উন্নয়নে মোবাইল প্রযুক্তি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশ্বে তার উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে বাংলাদেশ। যেহেতু এখন বাংলাদেশে থ্রিজিও চালু হয়ে গেছে তাই এখন এ প্রযুক্তি কাজে লাগিয়ে আরো দারুন কিছু করা সম্ভব।
prothom-alo

Navigation

[0] Message Index

Go to full version