Faculty of Allied Health Sciences > Public Health

ক্যান্সার নাশ আঙুর-স্বর্ণকণায়

(1/1)

rumman:
লতাপাতা, ফল আর গাছগাছালি দিয়ে ভেষজ পদ্ধতিতে মানবদেহের অসুখ সারানোর চিকিৎসা চলছে বহুদিন ধরে। আধুনিককালে বিজ্ঞানীরা ওই পদ্ধতিকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। এর সর্বশেষ উদাহরণ- লাল আঙুরের ব্যবহার। স্বর্ণকণার সঙ্গে লাল আঙুরের মিশ্রণ ক্যান্সার নিরাময়ে সহায়ক বলে দাবি একদল ভারতীয় বিজ্ঞানীর। ভারতের চেন্নাইভিত্তিক চক্ষু হাসপাতাল শঙ্কর নেত্রালয়ের এক বছরের গবেষণা শেষে বিজ্ঞানীরা দাবি করছেন, লাল আঙুর ও সোনার ন্যানো পার্টিকেলের মিশ্রণ ক্যান্সার কোষ ধ্বংসে কার্যকর ভূমিকা রাখে। এ নিয়ে ইন্টারন্যাশনাল জার্নাল অব ন্যানোমেডিসিনে গত সপ্তাহে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বিজ্ঞানীরা জানিয়েছেন, লাল আঙুর সোনার ন্যানো পার্টিকেলে এমন এক পরিবর্তন ঘটায়, যার সাহায্যে কেমোথেরাপির সময় পার্শ্বপ্রতিক্রিয়ার পরিমাণ কমিয়ে ফেলা সম্ভব
কেমোথেরাপি সাধারণত ক্যান্সার কোষের পাশাপাশি সুস্থ কোষকেও আক্রমণ করে। কিন্তু লাল আঙুর ও সোনার যৌথ মিথস্ক্রিয়া কেমোথেরাপির সময় সুস্থ কোষগুলোকে আগলে রাখে। গবেষকরা আরো জানিয়েছেন, লাল আঙুর নিয়মিত গ্রহণ করলে স্ক্যানিংয়ের সময় কোষগুলোকে তুলনামূলক পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়।
গবেষকদলের প্রধান ড. এস কৃষ্ণকুমার জানান, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদন তাঁদের লাল আঙুর নিয়ে গবেষণায় উৎসাহ জোগায়। মিসিসিপির গবেষকরা দেখিয়েছিলেন, সবুজ চা ও সোনার ন্যানো পার্টিকেলের মিশ্রণে কেমোথেরাপি ক্যান্সার চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

farzanamili:
Good post.

Navigation

[0] Message Index

Go to full version