Faculty of Humanities and Social Science > Law

Law and fun

<< < (5/6) > >>

irina:
Lots of ha..ha...ha...

anamika.law:
 ;D ;D ;D ;D ;D ;D unlimited fun....

farzanamili:
Oborodh and fun! ;) :D :D :D

স্ত্রী: চলোতো একটু শপিং করে আসি।
স্বামী: নাহ্, আজকে যাওয়া যাবে না। আজতো অবরোধ।
স্ত্রী: ঠিক আছে, তাহলে কাল।
স্বামী: নাহ্, কালও তো যাওয়া যাবে না। কালকেওতো অবরোধ। এই সপ্তাহে যাওয়া যাবেনা। কারণ পুরো সপ্তাহজুড়ে অবরোধ।
স্ত্রী: (অগ্নিমূর্তি ধারণ করে) এই অবরোধে অফিস কর, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও, স্টেডিয়ামে খেলা দেখতে যাও সবই চলে, শুধু শপিং-এর কথা বললেই অবরোধ। যাবে না সেটা বললেই হয়, এই অবলা হরতাল-অবরোধকে দোষ দিয়ে লাভ কি…… ঠিক অছে, আজ থেকে রান্নাঘরেও অবরোধ।
(কিছুক্ষণ পর রাতের খাবারের সময়)
স্বামী: ওগো শুনছো, রাতের খাবারটা টেবিলে দাওতো।
স্ত্রী: আজ রাতে খাবার দেয়া যাবে না।অবরোধ চলছে।
(কিছুক্ষণ পর বাচ্চাদের নিয়ে স্ত্রীকে খেতে দেখে)
স্বামী: কি ব্যাপার তোমরা যে খাচ্ছ!
স্ত্রী: কেন! যারা অবরোধ ডাকে, তাদেরকে কি কখনো অবরোধের জন্য কষ্ট করতে দেখছ নাকি ?
ছেলে: বাবা, চুপিচুপি আমার কাছ থেকে একটু খাও।
স্বামী: নারে ভাই, অবরোধকারী দেখলে বোম মেরে, সরি ঝাটা মেরে উড়িয়ে দিবে।
স্ত্রী: কি, তুমি তোমার ছেলেকে ভাই বলছ! আজ তোমার একদিন কি, আমার একদিন!
স্বামী:প্রচন্ড ক্ষুধায় পেটে মোচড় দিলে এমনি হয়গো মা…….

Source: Prothom Alo

abduarif:
Judge saying to an attorney:

Learned, in the future, please say "I object" rather than, "that's total rubbish"

Ferdousi Begum:
আমাদের বুলবুল ভাই চিঠি লিখেছিলেন বিল গেটসকে, মাইক্রোসফট করপোরেশনে চাকরি চেয়ে। কিছুদিন পর উত্তর চলে এল, বিল গেটসের লেখা:
Dear Mr. Bulbul,
You do not meet our requirements. Please do not send any further correspondence. No phone call shall be entertained.
Thanks
Bill Gates
চিঠি পেয়ে বুলবুল ভাই তো মহাখুশি। সবাইকে জানিয়ে দিলেন তার চাকরি হয়েছে আমেরিকাতে, মাইক্রোসফটে। "বিশ্বাস হয় না! এই যে বিল গেটসের নিজের লেখা চিঠি। " তোমরা তো ইংরেজী জানো না, তোমাদের আমি বাংলা করে শোনাচ্ছি।
Dear Mr. Bulbul---প্রিয় বুলবুল সাহেব
You do not meet----আপনাকে তো দেখিনি
our requirement- ---আমাদের তো দরকার
Please do not send any further correspondence----আর চিঠি-টিঠি পাঠানোর দরকার নাই
No phone call----ফোনও করার দরকার নাই
shall be entertained- ---অনেক সমাদর করা হবে
Thanks----অনেক অনেক ধন্যবাদ

যাই হোক, মাইক্রোসফটে চাকরি হয় নাই, উনি এখন জব করেন অনুবাদক হিসেবে।

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version