একদল গবেষক এরকম একটি প্রোগ্রাম তৈরি করেছেন যেটি ছবির মাধ্যমে কম্পিউটারকে ‘কমন সেন্স’ শেখাবে। যার ফলে কম্পিউটারটি ইন্টারনেটে বিভিন্ন ছবি নিজ থেকে পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে পারবে। কম্পিউটার এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন জিনিসের মাঝে সংযোগ স্থাপন করে ‘কমন সেন্স’ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে যেগুলো একজন মানুষ কোন কিছু না শিখেই বা না জেনেই বলে দিতে পারে। যেমন আমরা অনেক সময়ে বলি, ঐ গাড়িটিকে প্রায়ই রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় বা এরকম কিছু।
কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে Never Ending Image Learner (NEIL) নামে একটি কম্পিউটার প্রোগ্রাম দিন-রাত ২৪ ঘণ্টা ইন্টারনেটে বিভিন্ন ছবি খুঁজে যাচ্ছে, নিজেই এগুলো বোঝার চেষ্টা করছে ও সেগুলো থেকে ভিজুয়াল ডাটাবেজ তৈরি করছে। আর এটির মাধ্যমে ব্যাপক পরিসরে নিজেই নিজের ‘কমন সেন্স’ তৈরি করছে। এই প্রোগ্রামটি কম্পিউটার ভিসন সংক্রান্ত সাম্প্রতিক প্রযুক্তি ব্যবহার করছে যার ফলে এটি বিভিন্ন ছবি নির্ণয় ও চিহ্নিত করতে পারে, ছবিটির বিভিন্ন বৈশিষ্ট্য, রঙ, আলোক প্রক্ষেপণ ও উপাদান নির্ণয় করতে পারবে, মানুষের কাছ থেকে একদমই সামান্য সাহায্য নিয়ে।
এর ফলে কম্পিউটারটি যে ডাটা বা তথ্য সংগ্রহ করে সেটি তাকে দৃশ্যমান জগত বুঝতে সক্ষম করে তোলে। Carnegie Melon's Robotics Institute এর সহকারী গবেষণা অধ্যাপক অভিনব শ্রীবাস্তব বলেন, “বিভিন্ন জিনিসের দৃশ্যমান বৈশিষ্ট্য বোঝার সবচেয়ে ভাল উপায় হচ্ছে তাদের ছবিগুলো পর্যবেক্ষণ করা।
এছাড়া পৃথিবীর বিভিন্ন জিনিস সম্পর্কে সাধারণ পর্যবেক্ষণ বা কমন সেন্স প্রয়োগ করেই একজন মানুষ জিনিসটি সম্পর্কে ধারণা পেতে পারেন। গবেষকরা আশা করছেন, খুব শীঘ্রই কম্পিউটারও একইভাবে নিজের কমন সেন্স প্রয়োগ করে কাজ করতে পারবে। NEIL নামের এই প্রোগ্রামটিকে এক গুচ্ছ কম্পিউটার গত জুলাইয়ের শেষ দিক থেকে পরিচালিত করে আসছে। ইতোমধ্যেই এটি ৩ মিলিয়ন ছবি পর্যবেক্ষণ করেছে, অর্ধ মিলিয়ন ছবি থেকে ১৫০০ ধরণের জিনিসকে নির্ণয় করেছে, শত শত ছবি থেকে ১২০০ দৃশ্য অবলোকন করেছে।