বর্তমান অ্যান্ড্রয়েড জগতে সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে যেই প্রতিষ্ঠানের প্রসেসরকে গন্য করা হয় তা হল কোয়ালকম। তাদের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর হল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ এবং জিপিউ অ্যাড্রেনো ৩৩০, আর আজ কোয়ালকম ঘোষণা করল তাদের পরবর্তী মোবাইল প্রসেসর স্ন্যাপড্রাগন ৮০৫।
কোয়ালকম এ বছরের শুরুর দিকে তাদের স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর ঘোষণা করে। যা কিনা বর্তমান সময়ে সকল ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা নেক্সাস ৫ হোক কি গ্যালাক্সি নোট ৩ ফোরজি। আর এখন প্রায় ১ বছর পর কোয়ালকম তাদের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮০৫ ঘোষণা করল।
স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসরে আছে উন্নতমানে ক্রেইট ৪৫০ ভিত্তিক কোয়াড কোর ২.৫ গিগাহার্জ প্রসেসর যা কিনা পূর্বের স্ন্যাপড্রাগন এর চেয়ে ২০০ মেগাহার্জ বেশি। এছাড়া এতে জিপিউ হিসেবে আছে অ্যাড্রেনো ৪২০ যা কিনা পূর্বের অ্যাড্রেনো ৩৩০ এর চেয়ে প্রায় ৪০ শতাংশ শক্তিশালী। এর মাধ্যমে কোয়ালকম ঘোষণা করল স্মার্টফোনে প্রথমবারের নেটিভ ৪কে রেজুলেশন সমর্থিত প্রসেসর হিসেবে। অর্থাৎ এই প্রসেসর স্মার্টফোনের ডিসপ্লে এবং টিভিতে আউটপুট হিসেবে ৪কে রেজুলেশন প্রদর্শন করতে পারবে। কোয়ালকম এতে হার্ডওয়্যার টেসেলেশন এবং জিওমেট্রি শেডারও সংযুক্ত করেছে। আর তারা এই প্রসেসরকে “the first end-to-end Ultra HD solution” হিসেবে অভিহিত করছে।
কোয়ালকম তাদের এই প্রসেসরে মেমোরি ব্যান্ডউইথও দিগুন করেছে। ফলে পূর্বের স্ন্যাপড্রাগন ৮০০ এর ১২.৮গিগাবাইট/সেকেন্ডের স্থলে স্ন্যাপড্রাগন ৮০৫ সর্বাধিক ২৫.৬গিগাবাইট/সেকেন্ড সমর্থন করে। যে কারনে স্মার্টডিভাইসের অ্যাপগুলো আরও দ্রুত কাজ করতে সক্ষম হবে।
কোয়ালকম এতে পূর্বে ঘোষণাকৃত মডেম 28nm Gobi MDM9x25 রেখেছে এলটিই ৪ সমর্থনের জন্যে। তবে এছাড়াও আছে নতুন 20nm Gobi MDM9x35 মডেম যা কিনা এলটিই অ্যাডভান্সড এ ৩০০ মেগাবিট ডাউনলোড স্পিড সমর্থন করে। ওয়াইফাই এর ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে ২ স্ট্রিম ডুয়াল ব্যান্ড কোয়ালকম ভাইভ ৮০২.১১ এসি চিপ যা কিনা খুব সহজেই ৪কে রেজুলেশনে স্ট্রিম করতে পারবে।
এসবের পাশাপাশি কোয়ালকমের এই নতুন প্রসেসরের আরেকটি নতুন সুবিধা হল যে এটি প্রথম জিপ্লেক্স প্রযুক্তি ব্যবহার করবে। যা দ্রুত ছবি তোলা এবং তা প্রসেস করার ক্ষমতা নিশ্চিত করবে। এটি ছবির মান উন্নয়নেও সাহায্য করবে এছাড়া এই প্রসেসর gyro সেন্সর ব্যবহার করে ছবি তোলার অবস্থাকে আরও স্ট্যাবিলাইজ করতে। এই প্রসেসর সেন্সর প্রসেসিংকে করবে আরও উন্নত। এক্ষেত্রে কোয়ালকম দাবি করে-
first mobile processor with advanced, low-power, integrated sensor processing, enabled by its custom DSP, designed to deliver a wide range of sensor-enabled mobile experiences
ধারণা করা হচ্ছে এই প্রসেসরটিই সায়ানোজেনমোড এর প্রথম নিজস্ব ফোনে হয়তোবা ব্যবহার করা হচ্ছে। যেখানে একটি অজানা ২.৫ গিগাহার্জে ক্লক করা ৮৯৭৪এসি প্রসেসর ব্যবহার করার কথা শোনা যাচ্ছে। সম্প্রতি বিশ্ববিখ্যাত কাস্টম রম নির্মাতা সায়ানোজেনমোডের প্রস্তুতকৃত এই ফোন নিয়ে বেশ কিছু গুজব শোনা যাচ্ছে। তবে প্রথম ৮৯৭৪এসি প্রসেসর হয়তোবা ব্যবহার করা হবে চাইনিজ স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান Gionee এর নতুন ফোনে যা আগামী ২৬ নভেম্বর ঘোষণা করা হবে। এর আগে স্ন্যাপড্রাগন ৮০০ এরই একটি উন্নত সংস্করণ Xiaomi নামক আরেক স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের ফোনে ব্যবহার করার ঘোষণা দেয়। যা কিনা ৮৯৭৪এবি হিসেবে পরিচিত এবং ২.৩ গিগাহার্জে প্রসেসর এবং জিপিউ ৫৫০ মেগাহার্জে ক্লক করা।
কিন্তু কোয়ালকম দাবি করছে এই প্রসেসর কোন স্মার্টফোনে আগামী বছরের শুরু আগে বাজারে পাওয়া যাবে না। আরেকটি বিষয় উল্লেখ্য যে এটি কোয়ালকমের একটি ৩২ বিট প্রসেসর। গুজব উঠতে থাকা নতুন ৬৪ বিট প্রসেসর নয় এটি। সুতরাং খুব শীঘ্রই কোয়ালকমের কাছ থেকে আরেকটি নতুন প্রসেসর এর ঘোষণা আসতে পারে