Faculty of Allied Health Sciences > Public Health
ক্যানসার প্রতিরোধে করলা
(1/1)
rumman:
খন থেকে রোজ পাতে পড়ুক করলা। কারণ ক্যানসার নিরাময়ের জন্য এটি বেশ সহায়ক বিশেষ করে মাথা, ঘাড় ও স্তন ক্যানসার রোধে করলা খুবই উপকারী ভারতীয় একদল গবেষক সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানের ভাষ্য, করলার রস ক্যানসারের সেল গঠনে বাধা দেয় ভারতের সেন্ট লুই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজির অধ্যাপক রত রায় বলেন, দীর্ঘদিন ধরে ক্যানসার নিয়ে গবেষণাকালে তিনি দেখতে পেয়েছেন, সবজি করলার মধ্যে যে রাসায়নিক উপাদান রয়েছে তা ক্যানসার নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে গবেষণায় আরও দেখা গেছে, মাথা ও ঘাড় ক্যানসারের চিকিৎসায় বিকল্প ওষুধ হিসেবে করলা পরিপূরকভাবে কাজ করে সূত্র : ওয়েবসাইট
mustafiz:
Nice information.
Navigation
[0] Message Index
Go to full version