Faculty of Allied Health Sciences > Public Health

কোলেস্টেরলে বাড়ে ক্যান্সার

(1/1)

rumman:
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় মাত্রাতিরিক্ত কোলেস্টেরলের সঙ্গে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক আছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক গবেষণা শেষে বিজ্ঞানীরা এবার দাবি করেছেন, অতিরিক্ত কোলেস্টেরল অন্য ক্যান্সারের তুলনায় স্তন ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখে।
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের বিজ্ঞানীদের এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে সায়েন্স সাময়িকী। প্রতিবেদনে বলা হয়, আগের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্থূলকায় ব্যক্তির শরীরের চর্বি এস্ট্রোজেন হরমোনকে প্রভাবিত করার মাধ্যমে ক্যান্সারের বৃদ্ধি ত্বরান্বিত করে। শরীরের ভেতরে কোলেস্টেরল ভেঙে তৈরি হওয়া ২৭এইচসি অণুগুলো এস্ট্রোজেন হরমোনের মতোই ক্যান্সার বৃদ্ধিতে সহায়তা করে। অন্য ক্যান্সারের তুলনায় স্তন ক্যান্সার আরো দ্রুত বাড়ে। সুতরাং শরীরে কোলেস্টেরল কমাতে যে ওষুধ (স্ট্যাটিন জাতীয়) ব্যবহার করা হয়, সেই একই ওষুধ স্তন ক্যান্সার নিরাময়েও ব্যবহার করা যাবে বলে গবেষকদের অভিমত।
অবশ্য এ গবেষণার ফলাফলের ব্যাপারে বিশেষজ্ঞদের অভিমত ভিন্ন ভিন্ন। কেউ কেউ এটিকে কৌতূহলোদ্দীপক বললেও কারো কারো মতে, রক্তে কোলেস্টেরলের মাত্রা, স্ট্যাটিন জাতীয় ওষুধের ব্যবহার এবং স্তন ক্যান্সারের আশঙ্কার মধ্যকার সম্পর্ক এখনো অনিশ্চিত। সূত্র : বিবিসি।

mustafiz:
Informative post.

Saqueeb:
interesting post.

Navigation

[0] Message Index

Go to full version