আমাদের আশেপাশের সবার হাতে হাতেই আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনের জয়জয়কার। উন্নতবিশ্বে তো সবার হাতেই, আমাদের মত উন্নয়নশীল দেশগুলোও পিছিয়ে নেই। মোবাইল ফোন কোম্পানি এরিক্সন সম্প্রতি প্রকাশ করেছে ‘এরিক্সন মোবিলিটি রিপোর্ট’। যেখানে তারা বলেন, সারাবিশ্বে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী তিনগুন হবে ২০১৯ সালের মধ্যে এবং স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে ১০ গুন ২০১৩ সালের মধ্যে।
তাদের এই রিপোর্টে আরো বলা হয়, এ বছরে যত স্মার্টফোনের বিক্রি হয়েছে তার ৫৫% হয়েছে তৃতীয় প্রান্তিকে( সেপ্টেম্বর- ডিসেম্বার)। এটি এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ।
বর্তমানে স্মার্টফোনের ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে ১.৯ বিলিয়ন এবং এরিক্সন তাদের রিপোর্টে আশা করছে যে এই ধারা বজায় রেখে স্মার্টফোনের ব্যবহারকারী ২০১৯ সালে হবে ৫.৬ বিলিয়ন।
রিপোর্টে আরো বলা হয় বর্তমানে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকা্রির সংখ্যা ২.২ বিলিয়ন আর এই সংখ্যা ছয় বছর পর বেড়ে দাঁড়াবে ৬.৪ বিলিয়ন।
অন্যদিকে, ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি)-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছর বিশ্বে এক বিলিয়নের বেশি স্মার্টফোন বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী চার বছরে বিক্রির এ হার আরও বাড়বে বলে তারা জানিয়েছে। ২০১২ সালের তুলনায় চলতি বছরে ৩৯.৯ শতাংশ স্মার্টফোন বিক্রি বেড়েছে। এ ধারা পরবর্তী কয়েক বছরে আরও বাড়বে।
প্রতিষ্ঠানটির মতে, দাম কমে যাবার কারণে মূলত স্মার্টফোন বিক্রি বেড়েছে। এখন হ্যান্ডসেটের গড় দাম ৩৩৭ ডলার, যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ কম। আইডিসি ধারণা করছে, ২০১৭ সালে স্মার্টফোনের গড় মূল্য হবে ২৬৫ ডলার।