IT Help Desk > Telecom Forum

এবার স্বাস্থ্য সেবার মোবাইল অ্যাপস

(1/1)

Farhana Israt Jahan:
এবার স্বাস্থ্য সেবার মোবাইল অ্যাপস

স্বাস্থ্য সেবার মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপস) তৈরি নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে আইডিয়া উদ্ভাবন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । এই কর্মশালায় স্বাস্থ্য সেবার উপর বিশেষজ্ঞ কর্মকর্তারা মোট ৫৮টি অ্যাপস আইডিয়া উপস্থাপন করেন। এর মধ্য থেকে ১৫টি আইডিয়াকে মোবাইল অ্যাপস তৈরির জন্য চুড়ান্ত হয়।

শনিবার আগারগায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়’ সম্মেলন কক্ষে এই আইডিয়া উদ্ভাবন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাস্থ্যসেবায় মোবাইল অ্যাপস ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা।

কর্মশালায় আইডিয়া ও গ্রুপওয়ার্ক ডিস্ট্রিবিউশনসহ উপস্থাপনা সমূহ গ্রহণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানের উপস্থিতি ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল করিম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর এ.কে. আজাদ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মসূচী পরিচালক ও উপসচিব ড. মোহাম্মদ আবুল হাসান, ই.এ.টি.এল এর সিইও ডা: নিজাম উদ্দীন আহম্মেদ এবং ড. সাদাত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পার্টনার হিসেবে ই.এ.টি.এল এবং এম.সি.এল. এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে।

Navigation

[0] Message Index

Go to full version