IT Help Desk > Use of PC

সবসময়ের সঙ্গী ডেল এন৩৪২১

(1/1)

Farhana Israt Jahan:
সবসময়ের সঙ্গী ডেল এন৩৪২১

সময়ের ব্যাবধানে হালনাগাদ হচ্ছে বহনযোগ্য পিসি। নিয়মিত বিরতিতে ল্যাপটপ বাজারে তাই আসছে নতুন সংস্করণ। তারপরও মৌলিক কাজের জন্য কিছু কিছু নোটবুক আছে যার প্রতি একটু বেশী মায়া জন্মে।

আর সেই নোটবুকটি যদি বাজেট বান্ধব হয় এবং প্রয়োজনে আপগ্রেড কারর সুযোগ থাকে তাহলে নড়ে চড়ে বসতেই হয়। তেমনি একটি নোটবুক ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন সিরিজের এন৩৪২১। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার তৃতীয় প্রজন্মের এই নোটবুকটিতে ব্যবহার করা হয়েছে ৩২১৭ইউ মডেলের প্রসেসর। এর গতি ১.৮ গিগাহার্জ পর্যন্ত। নোটবুকটিতে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ও ২জিবি র্যা ম। দুইটি স্লট থাকায় প্রয়োজনে তা ৮জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ব্যবাহারকারী।

ফ্রি ডস থাকায় ইচ্ছে মতো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। এতে অনায়াসে ৫০০জিবি তথ্য-উপাত্ত সংরক্ষণ করা যায়। চাইলেই এইচডিএমআই পোর্টেও মাধ্যমে বড় স্ক্রিনে মুভি দেখতে পারবে। ৪ সেল লিথিয়াম আয়ন ব্যাটারি থাকায় এক চার্জে টানা তিন ঘণ্টারও বেশি সময় বৈদ্যুতিক সংযোগ ছাড়াই কাজ করা যাবে। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এর বাজারজাত করা এই নোটবুকটির মূল্য ৩৬ হাজার ৩০০ টাকা। আর এর সাথে থাকছে একটি অরিজিনাল ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবা।

Navigation

[0] Message Index

Go to full version