Entertainment & Discussions > Football

Removal of coach for defeat of 6 sucessive matches.

(1/1)

mustafiz:
টানা ছয় ম্যাচে হারের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামের ম্যানেজারের পদ হারালেন মার্টিন ইয়োল।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ হেরেছে নতুন মালিকানায় যাওয়া ফুলহ্যাম। মাঝে কিংস কাপের একটি ম্যাচেও হারে ইয়োলের দল।

তবে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে হারের পরই মুলত ইয়োলের উপর আস্থা হারান দলটির মালিক শহীদ খান। নেদারল্যান্ডসের এই ম্যানেজারের স্থলাভিষিক্ত হয়েছেন তারই স্বদেশী প্রধান কোচ রেনে ম্যালেন্সটিন।
টানা ছয় ম্যাচ হেরে চাপে ছিলেন ইয়োল।
ব্যর্থতার গণ্ডি থেকে বেরিয়ে আসতে দ্রুত একটা পরিবর্তন প্রয়োজন ছিল বলে জানান গত জুলাইয়ে ক্লাবটি কেনা শহীদ খান। তবে ২০১১ সাল থেকে ম্যানেজারের দায়িত্বে থাকা মার্টিনের প্রতি সম্মান রেখে তিনি বলেন, “মার্টিন খুবই ভদ্র প্রকৃতির মানুষ। এই পরিস্থিতিতে কি করা উচিত, তা বুঝতে পারায় মার্টিনকে ধন্যবাদ।”

লিগের চলতি মৌসুমে ১৩ ম্যাচে মাত্র তিনটিতে জেতা ফুলহ্যাম ১০ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৮তম স্থানে।

মার্টিনের অধীনে ২০১১-১২ মৌসুমে নবম এবং গত মৌসুমে দ্বাদশ স্থানে থেকে লিগ শেষ করেছিল ফুলহ্যাম। 

Navigation

[0] Message Index

Go to full version