Science & Information Technology > Latest Technology

উড়ল বৈদ্যুতিক হেলিকপ্টার

(1/1)

maruppharm:
সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত একটি হেলিকপ্টার সম্প্রতি জার্মানিতে পরীক্ষামূলকভাবে উড়তে সফল হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইঞ্জিনিয়ার জানিয়েছে, ভিসি২০০ ভলোকপ্টার নামে ১৮টি বৈদ্যুতিক পাখাচালিত কম্পনহীন হেলিকপ্টারটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় ১৭ নভেম্বর।

পরীক্ষামূলক উড্ডয়নের সময় জার্মানির কার্লসরুহিতে দুই আসনের হেলিকপ্টারটি রিমোট কন্ট্রোলের সাহায্যে চালানো হয়।

হেলিকপ্টারটির নির্মাতা ই-ভলো টিম জানিয়েছে, তাদের লক্ষ প্রতি ঘণ্টায় একশ’ কিলোমিটার গতিতে উড়ার উপযোগী করে হেলিকপ্টারটির বাণিজ্যিক মডেল বানানো। এছাড়া এটি সাড়ে ছয় হাজার ফুট উচ্চতায় ৪৫০ কেজি ওজন বহন করতে পারবে বলে নির্মাতারা আশা করছেন।

রেঞ্জ এক্সটেনডারের সাহায্যে একবার চার্জ করার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে হেলিকপ্টারটি উড়তে পারবে বলে আশা করছেন নির্মাতারা।

Navigation

[0] Message Index

Go to full version