IT Help Desk > News and Product Information

বিশ্বের দীর্ঘতম জাহাজ

(1/1)

rumman:


যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুবিশাল এম্পায়ার স্টেট ভবনের (১০৩ তলা) চেয়েও লম্বা একটি জাহাজ (জ্বালানিবাহী বার্জ) নির্মাণ করছে তেল-গ্যাস উত্তোলনকারী বহুজাতিক কম্পানি শেল। 'প্রেলিউড' নামের এই জাহাজ সম্প্রতি পরীক্ষামূলকভাবে দক্ষিণ কোরিয়ায় জলে ভাসানো হয়। নির্মাণ পুরোপুরি সম্পন্ন হলে প্রেলিউড-ই হবে বিশ্বের সবচেয়ে বড় জলযান। আর এর ওজন দাঁড়াবে ছয় লাখ টনেরও বেশি।

প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা করবে প্রেলিউড। শেল জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জাহাজটি কাজ শুরু করবে ২০১৭ সাল থেকে। পরবর্তী ২৫ বছর পর্যন্ত ব্যবহার উপযোগী থাকবে এটি। এই উপকূলে বছরের নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়টি ঘূর্ণিঝড়ের মৌসুম। প্রেলিউডকে অবশ্য দুর্যোগ মোকাবিলার উপযোগী করেই নির্মাণ করা হচ্ছে।

প্রেলিউডের নিজস্ব কোনো ইঞ্জিন থাকছে না, অন্য শক্তিশালী ইঞ্জিনচালিত যানের সহায়তায় গন্তব্যে পেঁৗছাবে এটি। এই জলযান নির্মাণে কত খরচ হচ্ছে তা প্রকাশ করেনি শেল। তবে শিল্প বিশ্লেষকদের মতে, এক হাজার ৮০ কোটি ডলার থেকে এক হাজার ২৬০ কোটি ডলার ব্যয় হতে পারে। সূত্র : বিবিসি।

Navigation

[0] Message Index

Go to full version