Start of Tuberculosis in Africa

Author Topic: Start of Tuberculosis in Africa  (Read 725 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile
Start of Tuberculosis in Africa
« on: December 07, 2013, 03:16:02 PM »
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, টিবি রোগের জীবাণু প্রায় ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল। এক প্রতিবেদনে ইয়াহুনিউজ জানিয়েছে, বিজ্ঞানীরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামের এ জীবাণুতে ওষুধ প্রতিরোধী ৩৯টি জিনও আবিষ্কার করেছেন।

আধুনিক যুগেও টিবি রোগটিকে বেশ মারাত্মক রোগ হিসেবে দেখা হয়। চিকিৎসাবিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও প্রতিবছর বিশ্বে প্রায় ১০ থেকে ২০ লাখ মানুষ এ রোগে মারা যায়। এসব মানুষদের অধিকাংশই উন্নয়নশীল দেশের জনগণ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এ জীবাণুটির উৎপত্তি প্রায় ৭০ হাজার বছর আগে আফ্রিকাতে হয়েছিল। পরবর্তীতে মানুষের দেশ, অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ জীবাণুটিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদন নেচার জেনেটিক্স জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষণায় সুইস ট্রপিক্যাল অ্যান্ড পাবলিক হেল্থ ইন্সটিটিউট সারা বিশ্ব থেকে টিবির নমুনা সংগ্রহ করেছিল। তবে এ বিষয়ে দুটি পৃথক দল গবেষণা করেছে। বিজ্ঞানীদের অন্য দলটি হার্ভার্ড মেডিকেল স্কুলের।
« Last Edit: December 11, 2013, 02:37:26 PM by Saqueeb »
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.