Faculty of Humanities and Social Science > Law
প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কী করনীয়?
(1/1)
Ferdousi Begum:
নগদ লেনদেনে কিছুটা ঝুঁকি থাকায় অনেকে চেকের মাধ্যমে অর্থ আদান প্রদান করে থাকেন। যদিও এ ক্ষেত্রেও রয়েছে চেক প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি। মেয়াদোত্তীর্ন চেক,উল্লিখিত টাকার পরিমাণে অথবা স্বাক্ষরে অমিল, ত্রুটিপূর্ণ চেক প্রভৃতি কারণে চেক প্রত্যাখ্যাত হতে পারে। যে কারণে চেক প্রত্যাখ্যাত হয়েছে তা চিহ্নিত করে ব্যাংক স্লিপসহ চেকটি প্রাপকের কাছে ফেরত পাঠাবে। চেক প্রত্যাখ্যাত হয়েছে তা জানার ত্রিশ দিনের মধ্যে অর্থ পরিশোধের দাবি জানিয়ে লিখিত নোটিশ প্রদান করতে হবে চেক প্রদানকারীকে। নোটিশ প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে অর্থ প্রদানে ব্যর্থ হলে চেক প্রদানকারীর বিরুদ্ধে মামলা করা যাবে। কোম্পানি চেক প্রদানকারী হলেও এটি প্রযোজ্য হবে।
Navigation
[0] Message Index
Go to full version